ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি’

মহল্লা বিডি ডটকম নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : শেষ হতে যাচ্ছে কমেডি ঘরানার ধারাবাহিক নাটক ‘মহল্লা বিডি ডটকম’। আগামীকাল বুধবার রাত ৮টা ১৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এর শেষ পর্ব।

আজাদ আবুল কালামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈমো নজরুল। প্রচারের পর এটি বেশ দর্শকপ্রিয়তা পায়। এ প্রসঙ্গে পরিচালক সৈমো নজরুল রাইজিংবিডিকে বলেন, ‘পুরান ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরের দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি।’

পুরান ঢাকার দুই ভায়রা ভাইয়ের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘মহল্লা বিডি ডটকম নাটকের কাহিনি। তাদের এক ছেলে এক মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। এরমধ্যে দিয়ে নাটকটির কাহিনি শুরু হয়। পুরান ঢাকার নির্মল বিনোদন মহল্লা বিডি ডটকম। যেখানে অভিনয়, সংলাপের কোনো ভাঁড়ামি ছিল না বলেও জানান নির্মাতা সৈমো নজরুল।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সৈমো নজরুল বলেন, ‘পুরান ঢাকার জনবহুল একটি এলাকায় নাটকটির শুটিং করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত এলাকাবাসী ও প্রত্যেক শিল্পী অনেক সহযোগিতা করেছেন। চিত্রনাট্য পাভেল ভাইয়ের। তিনিও শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সহযোগিতা করেছেন। সবার সহযোগিতা না পেলে সফলভাবে কাজটি শেষ করতে পারতাম না। কারণ পুরান ঢাকার শুটিং স্পট পেশাদার কোনো হাউস ছিল না।’   



মাছরাঙা টেলিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ (পিআর) রিয়াদ শিমুল রাইজিংবিডিকে বলেন, ‘নাটকটি ভালো দর্শকপ্রিয়তা পেয়েছে। বছর শেষে মাছরাঙা টেলিভিশনে এটি তৃতীয় স্থানে ছিল। আগামীকাল নাটকটির শেষ পর্ব প্রচারিত হবে।’

নাটকের গল্পে দুই ভায়রা ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও লুৎফর রহমান জর্জ। তাদের সন্তানের চরিত্রে দেখা যায় নাঈম ও অহনাকে। কমিশনারের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।



এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, শামীমা নাজনীন, আরফান, ডা. এজাজ, শাহেদ আলী সুজন প্রমুখ। গত বছর ১২ মার্চ থেকে নাটকটির প্রচার শুরু হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ