ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশের এমন হারে বিস্মিত নয় শ্রীলঙ্কা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের এমন হারে বিস্মিত নয় শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ও পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে আরো একবার হারায় টাইগাররা। আজ বৃহস্পতিবার শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। তবে সুবিধা করতে পারেনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ ওভারে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এমন হার প্রত্যাশা করেননি। এমন হারে বিস্মিত সবাই।

কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটার দানুস্কা গুনাথিলাকা বিস্মিত নন। কারণ, তিনি মনে করেন শ্রীলঙ্কার দিনে তারা যেকোনো দলকে গুড়িয়ে দিতে পারে, ‘আমরা আসলে বিস্মিত হইনি। কারণ, আমরা জানি যে শক্তিমত্তার সর্বোচ্চটুকু দিয়ে খেলতে পারলে বিশ্বের যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা আমাদের ভালো ফর্মে ফিরেছি। এখন এটাকে ধরে রাখতে হবে।’

সাকিব আল হাসান রানআউট হওয়ার পরই বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। সাকিবের আউটটি বাংলাদেশের হারের টার্নিং পয়েন্ট। বিষয়টিতে একমত পোষণ করেছেন গুনাথিলাকা, ‘আমিও তেমনটাই মনে করছি। আসলে আমি যখন দেশের হয়ে খেলি, তখন শতভাগ দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকেই তাদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করে। তার উপর আজকের ম্যাচটি আমাদের জিততেই হত। সেক্ষেত্রে আমি মনে করি আমরা ভালো করেছি।’

ডিসেম্বরে শেষ হওয়া বিপিএলের পঞ্চম আসরে খেলেছেন শ্রীলঙ্কার বেশ কিছু খেলোয়াড়। সেই তালিকায় আছেন গুনাথিলাকাও। সিলেট সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। ভালো খেলার ক্ষেত্রে সেটাও কাজে দিয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘বিপিএলে খেলাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। সবশেষ বিপিএলটি আমি বেশ উপভোগ করেছি। সেটা এখানেও কাজে দিচ্ছে।’




রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়