ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেদারল্যান্ডসের কোচ হলেন কোম্যান

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেদারল্যান্ডসের কোচ হলেন কোম্যান

রোনাল্ড কোম্যান

ক্রীড়া ডেস্ক : রোনাল্ড কোম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। ৫৪ বছর বয়সি এই কোচের সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি হয়েছে ডাচদের।

আগের কোচ ডিক অ্যাডভোক্যাটের স্থলাভিষিক্ত হলেন কোম্যান। নেদারল্যান্ডসকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তুলতে না পারার দায় নিয়ে পদত্যাগ করেছিলেন ডিক।

গত অক্টোবরে এভারটনের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর থেকে ‘বেকার’ ছিলেন কোম্যান। আগামী ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তার ডাচ-অধ্যায়।

কোম্যান খেলোয়াড়ি জীবনে নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে খেলছেন ৭৮ ম্যাচ। জিতেছেন ১৯৮৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

নেদারল্যান্ডস ২০১০ বিশ্বকাপে রানার্প-আপ হয়েছিল এবং ২০১৪ বিশ্বকাপে হয়েছিল তৃতীয়। কিন্তু ২০১৬ ইউরোতে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর এই গ্রীষ্মের বিশ্বকাপেও দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের। 



রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়