ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছেলের সঙ্গে কাজের অনুভূতি অন্যরকম : কুমার বিশ্বজিৎ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছেলের সঙ্গে কাজের অনুভূতি অন্যরকম : কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিতের সঙ্গে ছেলে কুমার নিবিড়

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তার পুত্র কুমার নিবিড়। ১৬ বছর বয়সি পুত্রের পরিচালনায় এবার মডেল হলেন বাবা কুমার বিশ্বজিৎ।

সম্প্রতি ‘প্রশ্নই ওঠে না’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই সংগীতশিল্পী। আর গানটি নিয়ে পুত্র নিবিড় নির্মাণ করেছেন মিউজিক ভিডিও। শহীদুল্লাহ ফরায়জির লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ।

বাবা-পুত্রের কাজের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় কুমার বিশ্বজিতের সঙ্গে। এ প্রসঙ্গে রাইজিংবিডিকে তিনি বলেন, ‘‘বেশিদিন হয়নি ক্যামেরা কিনেছি। ক্যামেরা কেনার পর নিবিড় বলল, ‘বাবা গান থাকলে দাও কিছু একটা করি।’ এরপর তার সারলতা কাজে লাগানোর এই সুযোগ আমি দিই। এটি নিবিড়ের প্রথম কাজ। আমি ওর কাজকে সম্মান করে, ভালোবাসা হিসেবেই গ্রহণ করেছি। তবে ছেলের সঙ্গে কাজ করার অনুভূতিটা অন্যরকম।’’

 



শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে কুমার বিশ্বজিৎ বলেন, ‘‘নিবিড়ের কাজের বিষয়টি আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। প্রথম ভেবেছিলাম এটা ও এমনি এমনি করছে। শুটিংয়ের দিন বলল, ‘বাবা ক্যামেরার সামনে দাঁড়াও।’ আমি বললাম, কিরে তুই তো দেখি পেশাদার পরিচালকের মতো করছিস। শুটিংয়ে কিছু অসাধারণ শট ছিল কিন্তু ওইসব শটে ক্যামেরা কেঁপে গিয়েছিল। না কাঁপার জন্য ক্যামেরায় অ্যাডজাস্টের কিছু সিস্টেম আছে যেটা অন করে নিলে এটা হতো না। বাংলাদেশে ফিরে আসার পর নিবিড় ক্যামেরার ওই অপশনটা বের করে বলল, ‘বাবা এটা তো ভুল হয়ে গেল। শটে তো কাঁপা আছে। তখন তো বুঝি নাই। আর মনিটরও ব্যবহার করি নাই ক্যামেরার ছোট পর্দায় তো তখন বোঝা যায় নাই।’ পরে এই দৃশ্যগুলো গান থেকে বাদ দেয়া হয়।’’

তিনি আরো বলেন, ‘নিবিড় কখনো গিটার বাজায়, কখনো পিয়ানো বাজায়। আবার কয়েকদিন গানও গাইল দেখলাম। অভিনয়ও করেছে কিন্তু নির্ধারিত কোনো কিছু এখনো চূড়ান্ত করেনি। মাত্র ১৬ বছরে পা দিয়েছে। ওর যেটা ভালো লাগে করুক। আমার কথা হচ্ছে, আগে ভালো শিক্ষা নিক, ভালো একজন মানুষ হোক। ইচ্ছে করলে নিবিড়কে দিয়ে কিছু কাজ করানো যাবে, তবে আমি ওকে জোর করব না। ওর যেটা ইচ্ছে সেটাই করুক।’

গত বছরের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছে এই মিউজিক ভিডিওটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও বাংলাদেশের কয়েকটি স্থানে গানটির দৃশ্যধারণের কাজ হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

দেখুন : ‘প্রশ্নই ওঠে না’ গানটি

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেবুয়ারি ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়