ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫০০ কোটির পথে ‘পদ্মাবত’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫০০ কোটির পথে ‘পদ্মাবত’

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত সিনেমা ‘পদ্মাবত’। শুরু থেকেই নানারকম ঝামেলা পোহাতে হয়েছে সিনেমাটির কলাকুশলীদের। সব বাধা কাটিয়ে গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে সু-সংবাদ বয়ে আনে সিনেমাটি। বিশ্বব্যাপী সিনেমাটি ৫০০ কোটি রুপি আয়ের ক্লাবে নাম লেখাতে যাচ্ছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

বক্সঅফিসইন্ডিয়াডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘পদ্মাবত’ সিনেমাটি ৫০০ কোটি রুপি আয়ের ঘরে পা রাখতে যাচ্ছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী এটি আয় করেছে ৪.৯৯ কোটি রুপি। শুধু ভারতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সপ্তাহে সিনেমাটির আয় যথাক্রমে ১৫৯.৪৭ কোটি রুপি, ৬৫.১৬ কোটি রুপি, ৩১ কোটি রুপি ও ৮ কোটি রুপি। যার মোট আয় ২৬৩.৬৩ কোটি রুপি।

মালিক মুহাম্মদ জায়সির লেখা ‘পদ্মাবত’ মহাকাব্যের ওপর ভিত্তি করে ‘পদ্মাবত’  সিনেমার কাহিনি গড়ে উঠেছে। এতে রানি পদ্মিনির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা গেছে রণবীর সিং ও শহিদ কাপুরকে। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বানসালি।

‘পদ্মাবত’ এখন পর্যন্ত বানসালি, রণবীর  ও শহিদের সবচেয়ে বেশি আয়ের সিনেমা। চেন্নাই এক্সপ্রেস’র আয় পেছনে ফেলতে পারলে দীপিকারও সবচেয়ে বেশি আয়ের সিনেমা হবে এটি। এ ছাড়া এটি শহিদ কাপুরের প্রথম, রণবীর সিংয়ের তৃতীয় ও দীপিকার সপ্তম একশো কোটি রুপি আয়ের সিনেমা।

গত ডিসেম্বরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও রাজপুত করনি সেনার বাধার মুখে পড়ে এ সিনেমাটি। ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশটির সবগুলো রাজ্যে মুক্তির কথা থাকলেও একাধিক স্থানে সিনেমাটি প্রদর্শনে বাধা দেয়া হয়। যদিও কিছুদিন আগে এর বিরুদ্ধে তোলা সকল প্রতিরোধ বন্ধের ঘোষণা দেয় রাজপুত করনি সেনা।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়