ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের চলচ্চিত্র

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক : পাখি নিয়ে নির্মিত হয়েছে ‘প্যারাডাইজ নেস্ট’ নামে সিনেমা। এতে চরিত্র কেবল পাখি। এ পাখির নাম দুধরাজ। এক সময় হাতের কাছে দেখা মিললেও বাংলাদেশে এখন প্রায় বিরলপ্রজ। এর ইংরেজি নাম প্যারাডাইজ ফ্লাইকেচার। সেই পাখির জীবন বৈচিত্র্য নিয়েই দেশের জনপ্রিয় আলোকচিত্রী আরিফ আহমেদ নির্মাণ করেছেন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

সম্প্রতি সিনেমাটি প্রদর্শিত হয়েছে ইতালির একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এবার বন্যপ্রাণিদের উপর নির্মিত চলচ্চিত্র নিয়ে বিশ্বের একমাত্র চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণ পায় ‘প্যারাডাইজ নেস্ট’। বাংলাদেশ থেকে এই উৎসবে অংশ নেওয়া প্রথম সিনেমা এটি। এমনটাই জানিয়েছেন নির্মাতা আরিফ আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১৪ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত মন্টানার মিসৌলা-তে অনুষ্ঠিত হবে ৪১তম ইন্টারন্যাশনাল ওয়াইল্ডলাইফ ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানে আমার সিনেমাটি প্রদর্শনের আমন্ত্রণ পেয়েছে। বন্যপ্রাণিভিত্তিক পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব এটি। বিশ্বের নামী দামি সব নির্মাতারা এখানে সিনেমা নিয়ে হাজির হবেন।  তাদের ভিড়ে আমার সিনেমাটি প্রদর্শিত হবে ভেবে খুবই ভালো লাগছে।’

তিনি আরো বলেন, ‘‘পাখিদের ছবি তোলা আমার নেশা। অনেক স্বপ্ন নিয়ে ‘প্যারাডাইজ নেস্ট’নির্মাণ করেছি। এখন অনেকেই এটি নিয়ে আগ্রহ দেখালেও শুরুর দিকে কোনো পৃষ্ঠপোষক পাইনি। নিজেই প্রযোজনা করেছি। সিনেমাটির প্রতিটি ফ্রেমে আমার অনেক শ্রম ও দীর্ঘশ্বাস মিশে আছে। অবশেষে এটি সবার কাছে প্রশংসিত হচ্ছে দেখে আমি স্বার্থক।  শিগগির সিনেমাটি ইউটিউবে প্রকাশ করা হবে।’’




রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়