ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশের টেলিভিশনে ‘কারবালা কাহিনি’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ১৪ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের টেলিভিশনে ‘কারবালা কাহিনি’

বিনোদন প্রতিবেদক : কারবালার একটি অনবদ্য কাহিনি নিয়ে ইরানে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কারবালা কাহিনি’। এবার এ সিরিয়ালটি বাংলায় ডাবিং করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন এসএটিভিতে প্রচার করা হবে। দেশের খ্যাতিমান শিল্পীরা সিরিয়ালটির বিভিন্ন চরিত্রের ডাবিং করেছেন। 

সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিট এবং রাত ১১টায় সম্প্রচার করা হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এর সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে।

এর আগে এসএটিভিতে ‘ই্উসুফ জুলেখা’ নামের ধারাবাহিক নাটকটি প্রচার করা হয়। এর সাফল্যের পরই ‘কারবালা কাহিনি’ ধারাবাহিক নাটকটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছেন এসএটিভি কর্তৃপক্ষ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়