ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কী রোগে আক্রান্ত জানালেন ইরফান

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৬ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কী রোগে আক্রান্ত জানালেন ইরফান

ইরফান খান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা ইরফান খান। কিছুদিন আগে হঠাৎ করে জানান, বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে কী রোগ তা জানাননি এ অভিনেতা। এ নিয়ে তার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

১৬ মার্চ মাইক্রোব্লগিং সাইট টুইটারে রোগের নাম জানিয়েছেন ইরফান। এ অভিনেতা জানান, নিউরোন্ডোক্রেইন টিউমার আক্রান্ত তিনি। ইরফান লিখেছেন, ‘বিগত কয়েকদিন আমাদের অনিশ্চয়তায় কেটেছে। রোগ নির্ণয়ের পরীক্ষায় জানা গেছে, আমি নিউরোন্ডোক্রেইন টিউমার আক্রান্ত যা খুবই কঠিন রোগ। কিন্তু আমার চারপাশের মানুষের ভালোবাসা ও শক্তি, যা আমি আমার মধ্যে পেয়েছি, আমাকে আশা জাগিয়েছে। রোগের কারণে আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে, তবে আমার মঙ্গল কামনার জন্য সবাইকে অনুরোধ করছি। যা গুঞ্জন উড়ছে সে প্রসঙ্গে বলছি, নিউরো মানে সবসময়ই মস্তিষ্কের রোগ নয়। এটা মিলিয়ে দেখার সবচেয়ে সহজ উপায় গুগল। যারা আমার কথার জন্য অপেক্ষা করছিলেন, আশা করছি, আরো অনেক গল্প নিয়ে আপনার মাঝে ফিরে আসব।’ 

এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রোগের কথা জানিয়ে ইরফান লিখেছিলেন, ‘কিছু সময় জীবন ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেবে। গত পনের দিন ধরে আমার জীবন একটি রহস্য গল্পের মতো ছিল। কখনো ভাবিনি বিরল গল্প খোঁজ করতে গিয়ে বিরল রোগে আক্রান্ত হব। আমি কখনো হাল ছাড়িনি এবং আমার পছন্দের বিষয়ের জন্য লড়াই করেছি, ভবিষ্যতেও করে যাব। পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে আছেন এবং যত ভালোভাবে সম্ভব এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এই সময়ে দয়া করে কোনো গুঞ্জন ছড়াবেন না। আমি নিজেই আগামী দশ দিনের মধ্যে, পুরোপুরি রোগনির্ণয় হলে এ ব্যাপারে আপনাদের জানাব। সেই সময় পর্যন্ত আমার মঙ্গল কামনা করবেন।’

গত ২১ ফেব্রুয়ারি একটি সিরিজের শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ভারতের চন্ডীগড়ে যাওয়ার কথা ছিল ইরফানের। কিন্তু অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। সুস্থ হয়েই তিনি শুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছিলেন। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিশাল ভরদ্বাজের একটি সিনেমা এবং এরপর এ অভিনেতার হিন্দি মিডিয়াম-টু সিনেমার শুটিং শুরুর কথা ছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়