ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাংলাদেশ ফাইনাল খেলবে, ঘুণাক্ষরেও ভাবেনি শ্রীলঙ্কা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ১৭ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ ফাইনাল খেলবে, ঘুণাক্ষরেও ভাবেনি শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক: স্বাগতিক দেশ হিসেবে যেকোনো টুর্নামেন্টের কিংবা ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলবে এমনটা প্রত্যাশা করা ভুল কিছু না। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে থাকাটা বোকামি।

যেমনটা করে দেখাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি)। তারা ধরে নিয়েছিল, দ্বিতীয়বারের মতো আয়োজিত নিদাহাস ট্রফির ফাইনাল খেলবে ভারত ও শ্রীলঙ্কা। ঘুণাক্ষরেও ভাবেনি বাংলাদেশ খেলতে পারে ১৮ মার্চের ফাইনালে। অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে বড্ড ভুল করল তারা। ফাইনাল উপলক্ষে এসএলসি অতিথিদের যানবাহনের যে পাস তৈরি করেছে তাতে লিখা,

‘আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

নিদাহাস ট্রফি ২০১৮

এসএলসি প্রেসিডেন্টস বক্স

অতিথিদের গাড়ী পাস

ভারত বনাম শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি ফাইনাল, ১৮ মার্চ ২০১৮’

সবথেকে বড় বিষয় এ পাসটি ভারত-বাংলাদেশের দ্বিতীয় মুখোমুখির পরপরই দেয়া হয় অতিথিদের। বিষয়টি যে দৃষ্টিকটু তা বলার অপেক্ষা রাখে না। বিস্মিত হচ্ছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তর্কের শেষ নেই। স্বাগতিক দল শ্রীলঙ্কা এভাবে বাংলাদেশকে খাঁটো করবে তা মোটেও কাম্য নয়।

প্রসঙ্গত, শুক্রবার সেমিফাইনাল রূপ নেওয়া ম্যাচে বাংলাদেশ ২ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। মাহমুদউল্লাহর বিরোচিত ইনিংসে বাংলাদেশ মাটিতে নামিয়ে আনেন লঙ্কানদের। শুধু ক্রিকেটারদের না জবাবটা বাংলাদেশ দিয়েছে এসএলসিকেও।



রাইজিংবিডি/ঢাকা/১৭ মার্চ ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়