ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশই জিতবে : সুইটি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ১৮ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশই জিতবে : সুইটি

বিনোদন ডেস্ক : আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে বাংলাদেশের বিজয়ের উত্তেজনা এখনো বহমান। তা ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। 

অন্য সাধারণ ক্রিকেট ভক্তদের মতো বাংলাদেশের শোবিজ অঙ্গনেও ক্রিকেটের উত্তেজনা ছড়িয়েছে। গত ম্যাচে যেমন সেটি দেখা গেছে, তেমনি আজকের ম্যাচ সামনে রেখেও সেই উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। এ প্রসঙ্গে রাইজিংবিডির কথা হয় জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটির সঙ্গে।

কথার শুরুতে গত ম্যাচ প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘গত ম্যাচে আমাদের সাকিব আল হাসান যে কাজটি করেছেন, এর আগেও একই কাজ রানাতুঙ্গা করেছিলেন। আমি ওই ম্যাচটি দেখেছিলাম। রানাতুঙ্গাও কিন্তু পুরো টিম নিয়ে মাঠ থেকে বের হয়ে গিয়েছিলেন। আমাদের দেশ ক্রিকেট খেলায় ভালো করছে, সামনে এগিয়ে যাচ্ছে- মনে হয় এ বিষয়টি অনেকে মানতে পারছে না। সাকিব আল হাসানের প্রতিবাদ ঠিক ছিল। কারণ ভুলটা তো ওদের ছিল। সর্বশেষ আমাদের ছেলেরা ব্যাট হাতে ক্রিজে ফিরেছে, খেলেছে এবং জিতেছে।’

তিনি আরো বলেন, ‘আসলে বাংলাদেশ বলে আমাদের অনেকে কোণঠাসা করে রাখতে চায়। কিন্তু আমরাও তো প্রতিবাদ করতে শিখেছি। সেদিন সাকিব যে কাজটি করেছে সেটা বেয়াদবি হয়ে গেছে কিন্তু একই কাজ অন্যজন আগে করেছিল সেটা হয়েছিল প্রতিবাদ! আসলে আমরা অন্যদের আসকারা দিতে দিতে কোথায় নিয়ে গেছি, সেটা নিজেরাও জানি না। সাকিব যা করেছে সেটা আমাদের প্রতিবাদ।

কোনো দল বিজয়ী হলে খুব স্বাভাবিকভাবেই একটু আনন্দ করে থাকে। কিন্তু দেখছি, সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব দেখে মনে হয় আমাদের ছেলেরা কিছুই জানে না কিছুই পারে না। আমরা তো সেই জাতি যারা যুদ্ধ করে এই দেশটি স্বাধীন করেছি। সুতরাং আমাদের প্রতিবাদ করেই সামনে যেতে হবে। তা হলেই নিজের অবস্থানটা দৃঢ় হবে। আমরা অত্যন্ত ভদ্র ও অতিথিপরায়ণ জাতি। আমাদের দেশে কোনো বিদেশি আসলে তাদের একশবার জিজ্ঞেস করি খেয়েছেন কিনা কিন্তু বিদেশে গিয়ে দেখেন ওরা ভ্রুক্ষেপও করবে না। তারপরও আমি বলব, আমরা ছোটবেলা থেকে যেভাবে গড়ে উঠেছি অন্তত সেই ভদ্রতাটুকু যেন বজায় থাকে।’

আজকের ম্যাচ নিয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করে সুইটি বলেন, ‘একজন বাঙালি হিসেবে অবশ্যই ইতিবাচক প্রত্যাশা রয়েছে। শতভাগ আত্মবিশ্বাসী আজ বাংলাদেশ জিতবে। স্বপ্ন দেখছি, আজকের ম্যাচে বাংলাদেশই জিতবে। ইনশাল্লাহ!’



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়