ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কাছেই সেই দেশ, যাকে ওরা বলে জীবন’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কাছেই সেই দেশ, যাকে ওরা বলে জীবন’

বিনোদন ডেস্ক: বলিউডের উচ্ছ্বল এক অভিনেতার নাম ইরফান খান। তিনি নিউরোন্ডোক্রেইন টিউমারে আক্রান্ত। ইতোমধ্যে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পারি জমিয়েছেন এই অভিনেতা। সেখানেই তার চিকিৎসা চলছে।

নিউরোন্ডোক্রেইন টিউমার বিরল রোগ হলেও আত্মবিশ্বাসী ইরফান খান। সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসবেন এ প্রত্যাশা ব্যক্ত করে কয়েকদিন আগে টুইটারে তিনি লিখেন, ‘আমি নিউরোন্ডোক্রেইন টিউমার আক্রান্ত যা খুবই কঠিন রোগ। কিন্তু আমার চারপাশের মানুষের ভালোবাসা ও শক্তি, যা আমি আমার মধ্যে পেয়েছি, আমাকে আশা জাগিয়েছে। রোগের কারণে আমাকে দেশের বাইরে যেতে হচ্ছে, তবে আমার মঙ্গল কামনার জন্য সবাইকে অনুরোধ করছি।’

মানুষের মানসিক শক্তি একভাবে স্থির থাকে না। কখনো কখনো তা ওঠানামা করে। আর এজন্য ইরফানের মনেও ঘন কালো ছায়া পড়েছে। আর তারই বহিপ্রকাশ ঘটেছে তার ইনস্টাগ্রামে পোস্ট করা জার্মান ভাষার বিখ্যাত কবি রিলকে-এর একটি কবিতার কয়েক চরণে। যার ভাবানুবাদ দাঁড়ায়-

‘আমাদের সৃষ্টি করতে করতেই ঈশ্বর আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেন। তারপর আমাদের সঙ্গে নিঃশব্দে হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারটুকু পার করিয়ে দেন। খুব মৃদু হয়ে আসে তার কথাগুলো: তোমাকে যেখানে পাঠানো হলো সেখান থেকে তুমি নিজে ফিরতে পারবে না। অতএব তোমার আকাঙ্ক্ষার ব্যাকুলতা তার সীমা স্পর্শ করুক। আমাকে ধারণ করো। জ্বলে ওঠো গনগনে শিখার মতো। তোমার ছায়া এত বৃহৎ হোক, যাতে আমি প্রবেশ করতে পারি। সুন্দর এবং ভয়ঙ্কর, সবরকমই ঘটুক তোমার সঙ্গে। তুমি শুধু চলতে থাকো। কোনো অনুভবই চূড়ান্ত নয়। কোনোভাবেই আমাকে হারিয়ে ফেলো না। কাছেই সেই দেশ, যাকে ওরা বলে জীবন। তুমি এবার তাকে তার পূর্ণ ঐকান্তিকতায় জানবে। তোমার হাতখানি আমায় দাও।’

ইরফান অভিনীত ‘ব্ল্যাকমেল’ সিনেমাটি খুব শিগগির মুক্তি পাবে। বিশাল ভরদ্বাজের একটি সিনেমায় তার অভিনয় করার কথা ছিল। এতে ইরফানের বিপরীতে দীপিকা পাড়ুকোনকে চূড়ান্ত করা হয়েছিল। ইরফান সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত এ সিনেমার শুটিং বন্ধ থাকবে।




রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়