ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোংলা বন্দরে ৮টি জেটি নির্মাণ করা হবে

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোংলা বন্দরে ৮টি জেটি নির্মাণ করা হবে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : দুর্ঘটনা এড়াতে, জাহাজজট নিরসন এবং মালামাল দ্রুত খালাসের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ আটটি জেটি নির্মাণের উদ্যোগ নিচ্ছে। এছাড়া জাহাজ চলাচলের সুবিধার্থে নাব্যতার জন্য পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজও শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে হোটেল টাইগার গার্ডেনে ‘এলডিসিভুক্ত দেশ থেকে বাংলাদেশের উত্তোরণ : মোংলা বন্দরের অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেক এমপি। সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান। আলোচনায় অংশ নেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুছ ছাত্তার শেখ, কুয়েটের প্রফেসর ড. মো. হারুনুর রশীদ, বন্দর কর্তৃপক্ষের সদস্য (হা. ও মে.), খুলনা প্রেস ক্লাবের সভাপতি ফারুক আহমেদ, নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু, কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, জুটমিল মালিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আকরাম হোসেন, বন্দর ব্যবহারকারী হেমায়েত উদ্দিন ও এইচ এম দুলাল।

সেমিনারে প্রধান অতিথি বলেন, দেশের উৎপাদিত পাটজাতদ্রব্যের মধ্যে ৮৭ শতাংশ মোংলা বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে। ৬২৩টি বৈদেশিক জাহাজ ৭৫ লাখ মেট্রিক টন পণ্য খালাস করে। বছরে ২২৬ কোটি টাকার অধিক রাজস্ব অর্জিত হয়। মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হওয়ায় অদূর ভবিষ্যতে নতুন নতুন পণ্য আমদানির দ্বার উন্মোচিত হবে। এছাড়া ভারত-নেপাল-ভুটানের ট্রানজিট সুবিধা চালু হলে বন্দর ব্যবহার আরও বৃদ্ধি পাবে।



রাইজিংবিডি/খুলনা/২২ মার্চ ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়