ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২৩ সেকেন্ডে গোল, অ্যাটলেটিকোর জয়

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩ সেকেন্ডে গোল, অ্যাটলেটিকোর জয়

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয় স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি। ঘরের মাঠে স্পোর্টিং সিপির বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। গোলটি করেন কোকে। এরপর আরো একটি গোল করেন অ্যান্তোনিও গ্রিজমান। তাতে ২-০ গোলের জয় নিয়ে সেমিফাইনালে যাওয়ার পথে এগিয়ে থাকল স্প্যানিশ ক্লাবটি।

বৃহস্পতিবার ঘরের মাঠে কিক অফের ২৩ সেকেন্ডের মাথায়ই গোল করেন কোকে। অবশ্য এই গোলটি অফসাইডের দোষ্টে দুষ্ট হওয়ার আবেদন জানায় স্পোর্টিং সিপি। রেফারি অবশ্য বিষয়টি নাকোচ করে দেন। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজমান।

এ সময় ডি বক্সের বেশ খানিকটা সামনে স্পোর্টিং সিপির খেলোয়াড়ের পা ছুঁয়ে বল চলে আসে গ্রিজমানের সামনে। গ্রিনমান বল পেয়েই দ্রুতবেগে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন। গোলরক্ষক সামনে দেখে ডানপাশ দিয়ে জোরালো শট নেন পোস্ট ঘেষে বল জালে আশ্রয় নেয়। তাতে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনির শিষ্যরা।



রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়