![]() |
বিনোদন প্রতিবেদক : বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা হয় হরতাল। এতে করে অনেক সময় বিপাকে পড়তে হয় সাধারণ জনগনকে। এমনকি মাঝে মাঝে হরতালে ভয়াবহ বিপদও ডেকে আনে। এমন ঘটনা নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছেন ‘দহন’ নামে সিনেমা।
এতে জুটি বেঁধে অভিনয় করবেন সিয়াম ও পূজা চেরি। এছাড়াও এ জুটির সঙ্গে থাকবেন একজন নতুন মুখ। তবে কে হবেন এই নতুন মুখ তা এখনই জানাতে নারাজ এই প্রযোজনা প্রতিষ্ঠান।
কে হবেন জাজের নতুন মুখ? এ নিয়ে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সঠিক উত্তর দাতাকে পুরস্কার হিসেবে দেয়া হবে দশ হাজার টাকা।
‘দহন’ সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফি। চিত্রনাট্য রচনা করছেন দোলোয়ার হোসেন দিল। তারকাবহুল এই সিনেমায় দেখা যাবে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের অনেক তারকাকে। জাজ মাল্টিমিডিয়ার একটি সূত্র রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
রায়হান রাফি পরিচালিত প্রথম সিনেমা ‘পোড়ামন টু’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন সিয়াম-পূজা।
রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৮/রাহাত/শান্ত