ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন রোকেয়া প্রাচী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন রোকেয়া প্রাচী

রিফাত চৌধুরী ও রোকেয়া প্রাচী

বিনোদন ডেস্ক : দুর্ঘটনার কবলে পড়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। এ অভিনেতার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।

গত ৪ মে রাইজিংবিডির সঙ্গে কথা হলে অনেকটা আক্ষেপ করেই রিফাত চৌধুরী জানিয়েছিলেন, অভিনেতা কচি খন্দকার ছাড়া মিডিয়া অঙ্গনের আর কেউ তাকে দেখতে যাননি। এ নিয়ে রাইজিংবিডিতে ‘আমি তো কারো কাছে টাকা চাইনি’ শিরোনামে একটি প্রতিবেদনও ছাপা হয়। এর পরই শনিবার তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রোকেয়া প্রাচী।

এ প্রসঙ্গে রোকেয়া প্রাচী রাইজিংবিডিকে বলেন ‘আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজে রিফাত চৌধুরীকে দেখতে গিয়েছিলাম তারপর তার কাগজপত্র নিয়ে অর্থোপেডিক ডিপার্টমেন্টের প্রধানের সঙ্গে দেখা করে রিফাত ভাইয়ের চিকিৎসার বিষয়ে কথা বলেছি। ডা. প্রফেসর এম এস জামান শাহিন এই বিভাগের প্রধান, তিনি আমার পূর্ব পরিচিত, তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক আমার। তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। আগামীকাল সকালে চিকিৎসকরা রিফাত ভাইকে দেখবেন এবং অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। আগামী দু-একদিনের মধ্যে পুরো বিষয়টি সমাধান হবে।’

তিনি আরো বলেন, ‘আসলে রিফাত ভাইয়ের বয়স হয়েছে এবং এরই মাঝে এই অ্যাকসিডেন্ট খুবই দুঃখজনক। আর হাসপাতালে রিফাত ভাইয়ের এমন পরিস্থিতি শুনে আমারও খুব খারাপ লেগেছে। রিফাত ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি। সহশিল্পী হিসেবে তার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আগামীকাল চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন সেটার ফলোআপ এবং তার চিকিৎসার বাকি যা যা লাগে তার সবই আমি করব।’

বর্তমান অবস্থা সম্পর্কে রিফাত চৌধুরী বলেন, ‘চিকিৎসা চলছে। আগামীকাল চিকিৎসকরা অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নিবেন। আজ সকালে রোকেয়া প্রাচী আপা দেখতে এসেছিলেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে গেছেন, সবকিছু তিনি দেখবেন বলে আশ্বস্ত করেছেন। আর শরীরের অবস্থা কি হয় সেটাতো আগেই বলতে পারছি না, অস্ত্রোপচারের পরেই বোঝা যাবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’




রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৮/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়