ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চার দিনব্যাপী সিনেমাটোগ্রাফি কর্মশালা শুরু

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ৯ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার দিনব্যাপী সিনেমাটোগ্রাফি কর্মশালা শুরু

বিনোদন ডেস্ক : বুধবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘ইমেজ কনস্ট্রাকশান’ শীর্ষক সিনেমাটোগ্রাফি বিষয়ক কর্মশালা। এটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সিনেমাটোগ্রাফার রাশেদ জামান।

আজ সকাল ১০টায় স্টামফোর্ড ইউনিভার্সিটির রেজিষ্ট্রার মো. আব্দুল মতিন এ কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী শাখার অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ আয়োজিত এই কর্মশালায় এ বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। কর্মশালাটির সমন্বয়ক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সহকারি অধ্যাপক সাকিরা পারভীন।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আরিফুর রহমান, চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, জাহিদুর রহিম অঞ্জন এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের প্রধান ও শিল্প নির্দেশক মহিউদ্দীন ফারুক। এ সময় খ্যাতিমান আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৯ মে ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়