ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৪ ওভারে ৭০ রান, এটাই কি টি-টোয়েন্টিতে সবথেকে বাজে বোলিং?

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৮, ১৮ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ ওভারে ৭০ রান, এটাই কি টি-টোয়েন্টিতে সবথেকে বাজে বোলিং?

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের দাপটে বোলাররা যেন অসহায়। কার ওপর দিয়ে ঝড় যায় কেউ বলতেও পারেন না।

বিশেষ করে আইপিএলে বোলারদের দ্যুতি ছড়ানো বোলিংও কোনো কাজে আসে না! ব্যাটসম্যানদের দিনে তারা হয়ে যান নিস্তেজ। বৃহস্পতিবার আইপিএলে এমনই এক রাত পাড় করলেন সানরাইজার্স হায়দরাবাদের বোলার বাসিল থাম্পি। ডানহাতি এ মিডিয়াম পেসার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে দিয়েছেন ৭০ রান! চোখ কপালে উঠছে? পাঠক সত্যিই সঠিক তথ্যই পাচ্ছেন। ২৪ বছর বয়সি এ মিডিয়াম পেসার ৪ ওভারে দিয়েছেন ৭০ রান। আর বেঙ্গালুরুর রান ৬ উইকেটে ২১৮। ৭০ রান দিলেও কোনো উইকেট পাননি।

তবে ৪ ওভারে ৭০ রানই কি টি-টোয়েন্টিতে সবথেকে বাজে বোলিং? মোটেও না। বাসিল থাম্পি ৭০ রান দিয়ে বসেছেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্থনি মার্টিন ও নিউজিল্যান্ডের অ্যান্ড্রু ম্যাথিউসনের পাশে। তারা দুজনই টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছেন ৭০ রান।

৪ ওভারে সর্বোচ্চ ৮১ রান দিয়েছেন সামরাদ আনোয়ার। পাকিস্তানের এ ক্রিকেটার ২০১১ সালে ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে দিয়েছেন এ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান দিয়েছিলেন ইংল্যান্ডের মিডিয়াম পেসার বেন সান্ডেরসন। তবে আইপিএলে বাজে বোলিংয়ের রেকর্ড গড়েছেন বাসিল থাম্পি। এর আগে ২০১১ সালে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন শ্রীনাথ অরভিন্দ।




রাইজিংবিডি/ঢাকা/১৮ মে ২০১৮/ইয়াসিন/ আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়