ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সবজির দাম কমেছে

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২০, ২৫ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সবজির দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে প্রতি কেজি সবজিতে গড়ে ১০ থেকে ৩০ টাকা কমেছে। তবে কেজিতে ২০ টাকা দাম কমেছে বেগুনে। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছিল।

শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

প্রতি কেজি শসা ২০ টাকা কমে ৪০, টমেটো ৫০, ঢেঁরস ৪০, পটল ৪০, বরবটি ৫০ এবং কাকরল বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া কাঁচামরিচ ৪০, পেঁপে ৫০, করলা ৬০, গাজর ৬০, মূলা ৫০, আলু ২৫, বাঁধাকপি ৩০, ফুলকপি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ধনিয়াপাতা ৮০ টাকা কেজি, কাচ কলা হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাউ ৪০ টাকা, কচুর ছড়া ৪০ টাকা এবং লেবু ২০ টাকা হালি করে বিক্রি হচ্ছে।

এই সপ্তাহে ছোলা বুট কেজিতে ১০ টাকা কমে ৭০ টাকা, ইসব গুলের ভুষি ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ সপ্তাহে অবশ্য মাছের দাম বেড়েছে। মাংস বিক্রিতেও মানা হচ্ছে না মূল্য তালিকা। কেজিতে ৬০ থেকে ৮০ টাকা বেড়ে ১৮০ থেকে দু’শ টাকার রুই মাছ বিক্রি হচ্ছে দু’শ ষাট টাকায়। আর কাতল বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি দরে। ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৬০ টাকা ও কক মুরগি ২১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও ভ্রাম্যমান আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন ক্রেতারা।



রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৮/হাসিবুল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়