ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোনালদোর সামনে আজ মরক্কো

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ২০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোনালদোর সামনে আজ মরক্কো

ক্রীড়া ডেস্ক: ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের প্রতিপক্ষ আজ মরক্কো। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই দলের ম্যাচ।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন রোনালদো। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্যারিয়ারের ৫১তম হ্যাটট্রিক করে স্পেনের বিপক্ষে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। বিশ্বকাপের যা ছিল ৫১তম হ্যাটট্রিক। বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে হলে এখন প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। তাইতো মরক্কোর বিপক্ষে আরও শক্তিশালী হওয়ার আভাস দিয়েছেন সিআর সেভেন। হ্যাটট্রিক করলেও স্পেনের বিপক্ষে ড্র নিয়ে সন্তুষ্ট থেকেছেন রোনালদো। এবার দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে দলকে জয় এনে দিতে চান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদের এই তারকা টানা চার আসরে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান প্রতিটি ম্যাচে। ঘুরে ফিরে প্রথম ম্যাচের সাফল্য নিয়ে বারবার কথা বলতে হচ্ছে রোনালদোর,‘ব্যক্তিগত রেকর্ড গড়ায় আমি বেশ খুশি। এটা আমাকে আরও একধাপ এগিয়ে নিল। এই মুহূর্তে আমার কাছে দলের সাফল্য মূল। আমরা বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে ড্র করেছি।’

পর্তুগাল বলতেই ওয়ান ম্যান শো। নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের বিপক্ষে নিজের কারিশমা দেখিয়েছেন। এবার প্রতিপক্ষ মরক্কো। দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছিল। ১৯৮৬ বিশ্বকাপে প্রথম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। পর্তুগালকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে গিয়েছিল মরক্কো। এক হিসেবে আজ রোনালদোদের প্রতিশোধ নেওয়ার পালা।
 


পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও হেরেছে মরক্কো। ইরানের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচের ৯৫ মিনিটে আজিজ বুহাদ্দজের আত্মঘাতী গোলে কপাল পুড়ে মরক্কোর। আজ হারলেই বিশ্বকাপ শেষ মরক্কোর। বর্তমান পারফরম্যান্সের বিচারে পর্তুগালকে এগিয়ে রেখেছেন স্ট্রাইকার আন্দ্রে সিলভা। পর্তুগিজ স্ট্রাইকার বলেছেন,‘আমার মনে হয় মরক্কোর চেয়ে পর্তুগালই বেশি শক্তিশালী।  দুই দলের মধ্যে তুলনা করলে আমি এটাই দেখছি। তবে আমরা ওদেরকে মোটেও হাল্কাভাবে নিচ্ছি না। জানি আমাদের জন্য কাজটা সহজ হবে না। তবুও আমরা আত্মবিশ্বাসী।’

সিলভা নিজেদের এগিয়ে রাখলেও মরক্কো কোনো ছাড় দিবে না। ফল কি হবে না নিয়ে ভাবতে নারাজ মরক্কোর মিডফিল্ডার ফয়সাল ফজর। ‘আমরা দ্বিতীয় রাউন্ড খেলতে পারব না এটা মনে করছি না। আমি দুই দলেরই সমান সুযোগ দেখছি। আমাদের খেলোয়াড়দের দুটি করে পা আছে। পর্তুগালের খেলোয়াড়দেরও দুটি করেই পা আছে। তারাও আমাদের মতো মানুষ। আমরা হয়তো প্রথম ম্যাচে হেরে গেছি। কিন্তু মরে তো যাইনি!’- বলেছেন ফজর।




রাইজিংবিডি/ঢাকা/২০ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়