ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শনিবার সব কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ২৮ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার সব কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা

অর্থনৈতিক প্রতিবেদক : রাজস্ব আহরণের স্বার্থে ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস আগামী ৩০ জুন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এনবিআর থেকে এ সংক্রান্ত আদেশ দেশের সব অফিসে পাঠানো হয়েছে বলে সংস্থাটি জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে জানিয়েছেন।

এনবিআর জানায়, আগামী ৩০ জুন (শনিবার)। ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস এবং সাপ্তাহিক সরকারি ছুটির দিন। রাজস্ব আহরণের স্বার্থে এদিন জাতীয় রাজস্ব বোর্ডের অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিসসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক হতে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়।




রাইজিংবিডি/ঢাকা/২৮ জুন ২০১৮/এম এ রহমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়