ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মুক্তির মিছিল থেকে আবারো বাদ পড়ল ‘ভাইজান এলো রে’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৮ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তির মিছিল থেকে আবারো বাদ পড়ল ‘ভাইজান এলো রে’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ওপার বাংলার সিনেমা ‘ভাইজান এলো রে’। জয়দীপ মুখার্জী পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার।

গত ঈদুল ফিতরে সিনেমাটি বাংলাদেশসহ কলকাতায় মুক্তি দেয়ার পরিকল্পনা করে এর প্রযোজনা প্রতিষ্ঠান। বেশ তোড়জোড় চালিয়েও সিনেমাটি শেষ পর্যন্ত বাংলাদেশে মুক্তি দিতে পারেনি। এরপর জটিলতা কাটিয়ে আগামী ২০ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তির ঘোষণা দেয়। কিন্তু আবারো মুক্তির মিছিল থেকে ছিটকে পড়ল ‘ভাইজান এলো রে’ সিনেমাটি।

২০ জুলাইয়ের পরিবর্তে সিনেমাটি আগামী ২৭ জুলাই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর আমদানিকারক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ না পাওয়ায় ‘ভাইজান এলো রে’ মুক্তির তারিখ পেছানো হয়েছে। ২৭ জুলাই সিনেমাটি মুক্তি পাবে।

গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যার কারণে গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমা সংশ্লিষ্টরা। এরপর গত ১৬ জুন কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে এন ইউ আহমেদ ট্রেডার্স।

কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এ সিনেমায় আরো  অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়