ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে ‘পদাতিক নাট্য মেলা’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ১৯ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ‘পদাতিক নাট্য মেলা’

বিনোদন ডেস্ক : ঢাকার প্রথম সারির নাটকের দল পদাতিক নাট্য সংসদ। দলটির চারটি নাটক নিয়ে ভারতের চাকদাহর নৈহাটিতে ‘পদাতিক নাট্য মেলা’-এর আয়োজন করেছে চাকদাহ নাট্যজন ও হালিশহর চতুর্থ সূত্র।

দেশের বাইরে এবারই প্রথম পদাতিক নাট্য সংসদ এই ধরনের উৎসবে অংশগ্রহণ করছে। আজ বৃহস্পতিবার রাতে ভারতের চাকদাহ নৈহাটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ৩০ সদস্য বিশিষ্ট একটি দল। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান পদাতিক নাট্য সংসদের প্রচার ও গণ-যোগাযোগ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিমু

নৈহাটি ঐকতান মঞ্চে দলটির ৪টি নাটকের ৪টি প্রদর্শনী হবে। আগামী ২১ জুলাই বিকাল ৫টায় মঞ্চস্থ হবে ‘গহনযাত্রা’। রুবাইয়াত আহমেদের রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী। এদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘কাল রাত্রি’ নাটকটি। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার’ গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন তানভীর আহমেদ সিডনী। নির্দেশনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম।
 


উৎসবের দ্বিতীয় দিন ২২ জুলাই। এদিন বিকাল ৫টায় মঞ্চস্থ হবে ‘জনমাঙ্ক’ নাটকটি। নাসরিন মুস্তাফার রচনায় নাটকটির নির্দেশনায় রয়েছেন মীর মেহবুব আলম নাহিদ। একই দিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ‘গুণজান বিবির পালা’ নাটকটি। এটির রচয়িতা ও নির্দেশক সায়িক সিদ্দিকী।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুলাই ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়