ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আন্দোলন

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২১ এপ্রিল ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আন্দোলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনর পদত্যাগের দাবিতে আবারও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে জাবি’র শিক্ষক সমিতি। তবে আগামী সাত দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আন্দোলনের আওতামুক্ত থাকবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শনিবার রাতে সিন্ডিকেট সভায় এ  শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর থেকেই শিক্ষক সমিতি আন্দোলনের ঘোষণা দিয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ মওলানা ভাসানী ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশ তিন ছাত্রলীগ কর্মীকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় বোরহান উদ্দিন সুলতান (ভূগোল ও পরিবেশ), মোর্শেদুর রহমান আকন্দ (ইংরেজি) ও আবদুল মাজেদ সীমান্তকে সাময়িক বহিষ্কার করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি ইতিহাস সংসদের নির্বাচনের সময় নিরাপত্তায় নিয়োজিত বিএনসিসি সদস্যদের ওপর হামলায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে ইতিহাস বিভাগের মাহিতোষ রায়কে এক বছরের জন্য, আশফিকুর রেজা, মো. সালাউদ্দিন ও তাইমুর রহমান রাসেলকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

গত ১৫ জানুয়ারি এক কলেজ শিক্ষককে আটক করে চাদাঁবাজির অভিযোগে চারজন কে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া, ২২ ফেব্রুয়ারি প্রীতিলতা হলের কাছে ইভটিজিংয়ের দায়ে ২২ শিক্ষার্থীকে স্থগিত বহিষ্কার করা হয়। তবে ওই শিক্ষার্থীরা পরবর্তীতে এ ধরনের অনৈতিক কর্মকান্ডে জড়িত হলে তখন থেকে এ আদেশ কার্যকর হবে।

রাইজিংবিডি২৪.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়