ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেসবুক আইডির উপর মন্দ নজর পড়েছে : সালমা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৩০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক আইডির উপর মন্দ নজর পড়েছে : সালমা

বিনোদন প্রতিবেদক : ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সংগীতবিষয়ক এ প্রতিযোগিতায় সালমা ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী। কনিষ্ঠ হলেও ‘ও মোর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাইয়া দে’ শিরোনামের গানটি গেয়ে মাত করেন অসংখ্য শ্রোতা। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই সংগীতশিল্পীকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে অসংখ্য ভক্ত তার নিয়মিত আপডেট পেয়ে থাকেন। কিন্তু বার বার এই শিল্পীর ফেসবুক আইডি হ্যাকারের কবলে পড়ছে।

গত ২৭ জুলাই তার ফেসবুক আইডি হ্যাক  হয়েছে বলে রাইজিংবিডিকে জানান তিনি। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘প্রথম প্রথম আমি বুঝতে পারিনি। ভেবেছি হয়তো কোনো সমস্যা। কিন্তু পরে জানতে পারি যে আমার ফেসবুক আইডির উপর শত্রুর মন্দ নজর পড়েছে। কেউ সেটি হ্যাক করেছে। উদ্দেশ্য প্রণোদিত হয়েই কেউ আমার আইডিটি হ্যাক করেছেন। আজ-কালের মধ্যে এ বিষয়ে থানায়  জিডি করব।’

২০১৭ সালে কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। তার উদ্ধার করতে না পেরে নতুন আইডি খুলেছিলেন এই শিল্পী।

ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন সালমা। এছাড়া নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে সালমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ‘আউলা প্রেম’ শিরোনামের এ গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিশ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়