ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেটে দাবদাহে জনজীবন অতিষ্ঠ

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৮ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে দাবদাহে জনজীবন অতিষ্ঠ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : কয়েক দিনের চলমান তাপপ্রবাহে বিভাগীয় নগরী সিলেটের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। গনগনে সূর্যের তাপে ওষ্ঠাগত মানুষের প্রাণ। সঙ্গে রয়েছে বিদ্যুতের লোডশেডিং। ফলে জনজীবন অতিষ্ঠ।

শনিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বর্ষার শেষ হয়ে আজ শরতের তৃতীয় দিন। তবে এবার বর্ষার শুরুর দিকে বৃষ্টিপাতসহ বন্যা সৃষ্টি হলেও শেষ দিকে তেমন বৃষ্টিপাত হয়নি সিলেটে। এ কারণে গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলমান সময়ে প্রকৃতিতে এমন আবহাওয়া থাকাটা স্বাভাবিক। তবে দু-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



গরমের তীব্রতায় বেশি কাহিল হচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এর প্রভাব পড়েছে ঈদের পশুর হাটসহ ঈদ কেনাকাটায়। প্রচণ্ড গরম থেকে বাঁচাতে নগরীর কাজিরবাজার পশুর হাটে গরুর পিঠে বরফ দিয়ে ঠান্ডা করতে দেখা গেছে।

তীব্র গরমে নগরীর সড়কে বা ব্যবসা প্রতিষ্ঠান অনেকটা ফাঁকা হয়ে পড়েছে। গরমের কারণে নগরীতে রিকশা, সিএনজি অটোরিকশার চলাচল অনেকটা কমে গেছে। তবে নগরীর প্রবেশপথের কিছু সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। ফুটপাতের দোকানে শরবত ও জুসের বিকিকিনির ধুম পড়েছে।

নগরীর আম্বরখানার ডাব বিক্রেতা তারেক বলেন, ডাবের চাহিদা বেড়ে গেছে। যে সাইজের ডাব আগে ৩০-৪০ টাকায় বিক্রি হতো, তা এখন ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

শহর ছাড়াও একই পরিস্থিতি বিরাজ করছে বিভিন্ন উপজেলায়। সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেট ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ায় আবহাওয়ায় গরমের তীব্রতা বেড়েছে। দু-একদিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে বলে জানান তিনি।




রাইজিংবিডি/সিলেট/১৮ আগস্ট ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়