ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঈদে বান্নাহ্’র ১৩ নাটক

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ২১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে বান্নাহ্’র ১৩ নাটক

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় তরুণ পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্। অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। সমালোচকদের কাছ থেকেও ঢের প্রশংসা কুড়িয়েছেন এই নির্মাতা। নিয়মিত নির্মাণের পাশাপাশি বিশেষ দিন উপলক্ষেও নির্মাণ করে থাকেন নাটক-টেলিফিল্ম।

ঈদুল আজহা উপলক্ষে এবার নির্মাণ করেছেন মোট ১৩টি নাটক। এরমধ্যে ‘জীবন এখানে এমন’, ‘কতোদিন পর হলো দেখা’, ‘বাইকার’, ‘একটু হাসো’ ও ‘ফুল হাতা হাফ শার্ট’ নাটকটি দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। আর বাকি আটটি নাটক প্রকাশ করা হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে।

 



ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে ৮টায় আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘কতোদিন পর হলো দেখা’। কাওছার আহমেদের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও সংলাপও রচনা করেছেন বান্নাহ্। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, সিয়াম নাসির, সাগর হুদা প্রমুখ।

ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫৫ মিনিটে বাংলা ভিশনে প্রচারিত হবে একক নাটক ‘একটু হাসো’। এতে অভিনয় করেছেন তাহসান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ। এদিন রাত ১১টা ৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে একক নাটক ‘বাইকার’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, আনন্দ খালেদ প্রমুখ।

 



ঈদুল আজহায় চ্যানেল আইতে প্রচারিত হবে একক নাটক ‘ফুল হাতা হাফ শার্ট’। আপেল মাহমুদের গল্প নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন ঈরফান সাজ্জাদ, তানজিন তিশা, মনিরা মিঠু, সিয়াম নাসির প্রমুখ। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে একক নাটক ‘জীবন এখানে এমন’। নাটকটির গল্প লিখেছেন আব্দুল্লাহ আল মানী।

টেলিভিশন নাটকের পাশাপাশি অনলাইনের জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। ‘সুখি পরিবার’, ‘কাঁদবো না’, ‘রক্তের রঙ লাল’, ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, ‘ক্লাস রুম’, ‘বেড সিন’। পরিচালনার পাশাপাশি এসব নাটক রচনাও করেছেন বান্নাহ্। এছাড়াও ‘লালাই’ এবং ‘মানুষ হবো’ নামে দু’টি নাটক নির্মাণ করেছেন তিনি। এ নাটকগুলা রচনা করেছেন যথাক্রমে আনিসুর বুলবুল ও ফাহাদ আল মুক্তাদির।



রাইজিংবিডি/ঢাকা/২১ আগস্ট ২০১৮/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়