ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পুয়ের্তো রিকোর হারিকেন নিয়ে ট্রাম্পের মন্তব্যে ঝড়

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুয়ের্তো রিকোর হারিকেন নিয়ে ট্রাম্পের মন্তব্যে ঝড়

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর পুয়ের্তো রিকোতে আঘাত হানা হারিকেন মারিয়ার ধ্বংসযজ্ঞের পর সেখানে যুক্তরাষ্ট্রের উদ্ধার তৎপরতায় প্রশংসা করে সমালোচনার ঝড় তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হারিকেনের পর মার্কিন তৎপরতাকে ‘খুবই ভালো’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

এর সমালোচনা করে পুয়ের্তো রিকোর মেয়র এক টুইটার বার্তায় বলেন, ‘ট্রাম্প যদি মনে করে থাকেন ৩০০০ লোকের মৃত্যু একটি সফলতা, তাহলে সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।’

হারিকেন মারিয়া আঘাত হানার ১১ মাস পর গত মাসে পুয়ের্তো রিকো বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক করতে পারে।

এক সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই দ্বীপ অঞ্চলের ৮ শতাংশ জনগোষ্ঠী হারিকেন মারিয়ার আঘাতের পর অন্যত্র চলে গেছে। এ ছাড়া, দুর্বল স্বাস্থ্য সেবা ও অন্যান্য সেবার অপ্রতুলতায় বহু লোক মারা গেছে।

পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রসেলো এক বিবৃতিতে মঙ্গলবার বলেন, ‘হারিকেন মারিয়া আমাদের আধুনিক ইতিহাসে সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ। আমাদের স্বাভাবিক অবকাঠামো এটি ভেঙে দিয়েছে। হাজারো লোক তাদের জীবন হারিয়েছে এবং আমরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, পুযের্তো রিকো যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি অঞ্চল। এখানে প্রায় ৩৩ লাখ লোক বাস করে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়