ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিরেক্টরস গিল্ড নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি

আমিনুল ইসলাম শান্ত : টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে এ সংগঠনের নির্বাচন। এতে সভাপতি পদে সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক নির্বাচিত হয়েছেন। কিন্তু নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি তুলেছেন সহ-সভাপতি পদপ্রার্থী চয়নিকা চৌধুরী। এ ছাড়া আরো বিশজন প্রার্থী আপত্তি তুলেছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে রাইজিংবিডির সঙ্গে কথা হয় চয়নিকা চৌধুরীর। তিনি বলেন, ‘সভাপতি পদে দুইজন দাঁড়িয়েছেন তাদের দুজনের প্রাপ্ত ভোট যোগ করলে ৪৩২ হওয়ার কথা। সেটা হিসাবে মিলেছে। একইভাবে সাধারণ সম্পাদক পদে তিনজন লড়েছেন তাদের তিনজনের প্রাপ্ত ভোট ৪৩২ হওয়ার কথা। সেটাও হিসাবে মিলেছে। এদিকে প্রচার সম্পাদক বা অন্যান্য পদে যারা দাঁড়িয়েছেন- তাদের প্রাপ্ত ভোট যোগ করলেও তো ৪৩২ হওয়ার কথা কিন্তু তা হচ্ছে না। বরং কোনটায় কম কোনোটায় বেশি হচ্ছে। আসলে কীভাবে এটা কমছে বা বাড়ছে সেটাই প্রশ্ন। নিয়ম হলো একটি ভুল হলে পুরো গণনাই বাতিল হবে। এটা সব সেগমেন্টের জন্যই। তা হলে এখানে গণনায় ভুল হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমি লিখিতভাবে এ বিষয়ে গিল্ডে অভিযোগ করেছি। শুধু আমি নই আরো অনেকেই এ অভিযোগ করেছেন। আমি সকালে লাভলু ভাইকে ফোন করেছিলাম। স্যালুট টু লাভলু ভাই। কারণ তিনি সভাপতি নির্বাচিত হয়েই নির্মাতাদের জন্য বড় ধরণের পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমি মনে করি, এটি লাভলু ভাইয়ের প্রথম ও সফল কাজ হতে যাচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আগামীকাল ১২টার সময় বৈঠকে বসবেন। তারপর ভোট পুনঃগণনা করবেন। পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমি খুবই খুশি। এত সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে যে, এর আগে এমন নির্বাচন আমি কমই দেখেছি। তবে আমি ছাড়াও অনেকেই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন। তাই গিল্ডের স্বার্থে আমিও চাই এর সুষ্ঠু সমাধান হোক।’

নির্বাচনের প্রাথমিক ফলাফলে জানা যায়, সহ-সভাপতি পদে প্রথম বিজয়ী কচি খন্দকার (২৬৯), দ্বিতীয় বিজয়ী শাহীন রায়হান (২৩৬) ও তৃতীয় বিজয়ী বদরুল আনাম সৌদ (২০৫)। আর চয়নিকা চৌধুরী পেয়েছেন ২০১ ভোট।

ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এ হক অলিকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচনের এই ফলাফল প্রাথমিক। আমাদের নির্বাচনী আপিল বোর্ড রয়েছে। আপিল বোর্ডের চেয়ারম্যান শ্রদ্ধেয় হাসান ইমাম। এর সদস্য শ্রদ্ধেয় আবুল হায়াৎ ও টুটুল ভাই। কারো কোনো অভিযোগ থাকলে তা ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশন ও আপিল বিভাগে লিখিতভাবে জানাতে পারবেন। তারপর অভিযোগ আমলে নিয়ে নির্বাচন কমিশন ও আপিল বিভাগ পুনর্বিবেচনা করবেন। আর ১ অক্টোবর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। এসবই নির্বাচনী তফসিলে রয়েছে। এখন যেকোনো অভিযোগই এই নিয়মের মধ্যে দিয়ে যাওয়া উচিৎ। এখনো অফিসিয়াল ঘোষণা হয় নাই। যারা ফেসবুকে এ বিষয় নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন তাদেরকে আপনাদের মাধ্যমে এই নিয়মের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করছি।’

তিনি আরো বলেন, ‘নব নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন কমিশনের সঙ্গে আজ আমার কথা হয়েছে। আগামীকাল এ বিষয়ে মিটিং কল করেছেন নির্বাচন কমিশন। আশা করছি, এটার সমাধান হয়ে যাবে। আর যারা নির্বাচন কমিশনে রয়েছেন তারা সবাই আমাদের গুণীজন। তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যদি গণনায় কোনো ভুল হয়ে থাকে তবে তার সংশোধন তারা করবেন। কারণ এ সুযোগ এখনো রয়েছে।’

আপিল বিভাগের চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম এ প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, ‘এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। যদি অভিযোগ করে থাকে তবে তো জানানোর কথা। কিন্তু কোনো অভিযোগ আমি পাইনি।’

গত শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। এতে ৪৫৬ ভোট কাস্ট হয়। এর মধ্যে কিছু সংখ্যক ভোট নষ্ট হয়েছে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমজাদ হোসেন। সহকারী হিসেবে ছিলেন মামুনুর রশীদ ও এস এম মহসীন।



এবারের নির্বাচনে ২০টি পদে মোট ৫২ জন প্রার্থী লড়েছেন। এর মধ্যে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি ৭ জন, সাধারণ সম্পাদক ৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৪ জন, অর্থ সম্পাদক ২ জন, সাংগঠনিক সম্পাদক ৩ জন, প্রচার সম্পাদক ২ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে সালাহউদ্দিন লাভলু ও সৈয়দ আওলাদ এবং সাধারণ সম্পাদক পদে এস এ হক অলিক, এস এম কামরুজ্জামান সাগর ও মোহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রতিদ্বন্দ্বিতা করেন।  



রাইজিংবিডি/ঢাকা/৩০ সেপ্টেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়