ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘রাত ১১টার পর পূজামণ্ডপে ঘুরতে বের হই’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১২, ১৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাত ১১টার পর পূজামণ্ডপে ঘুরতে বের হই’

বিনোদন প্রতিবেদক : নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল সোমবার শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের তালে তালে মেতে উঠেছে প্রতিটি পূজামণ্ডপ। মিডিয়াতেও বিশেষ স্থান করে নিয়েছে এই উৎসব। দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে শোবিজ অঙ্গনের তারকারাও।

ঢাকাই চলচ্চিত্রে এ প্রজন্মের চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও দুর্গাপূজার আনন্দে মেতেছেন। এবার তার পূজার আনন্দ একটু বেশি-ই। কারণ আগামী ১৯ অক্টোবর তার অভিনীত ‘নায়ক’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘‘পূজা উৎসবের আনন্দ সবসময়ই একটু বেশি থাকে। তবে এবারের আনন্দ একটু বেশি-ই। কারণ এবার আমার অভিনীত ‘নায়ক’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদিও চলতি সপ্তাহে মুক্তি পেলে আরো বেশি ভালো লাগত। সিনেমার শুটিংয়ে নিয়ে ব্যস্ত থাকার কারণে বন্ধু-বান্ধবদের সময় দেয়ার তেমন সুযোগ হয় না। পূজার সময় সেই সুযোগটা পাই, আর তা হাতছাড়া করতে চাই না। সাধারণত পূজার সময়টা বন্ধু-বান্ধব আর পরিবারের সঙ্গেই কাটাই।’’

তিনি আরো বলেন, ‘পূজায় নারায়ণগঞ্জের সবগুলো মণ্ডপ ঘুরে দেখি। এরই মধ্যে কয়েকটি ঘুরেছি। পুরান ঢাকার মণ্ডপগুলোতে যাওয়ার ইচ্ছা আছে। তা ছাড়া নরসিংদীও যেতে চাচ্ছি। রাত ১১টার পর পূজামণ্ডপে ঘুরতে বের হই। তখন লোকজন একটু কম থাকে। মানুষ চিনে ফেললে সেলফি তোলা নিয়ে ভিড় জমায়।’

বাপ্পি চৌধুরী আরো বলেন, ‘‘আগামী শুক্রবার ঢাকার কয়েকটি প্রেক্ষাগৃহ ঘুরে দেখার ইচ্ছা আছে। চেষ্টা করব দর্শকদের সঙ্গে ‘নায়ক’ সিনেমাটি দেখার। সাবাইকে শারদীয় শুভেচ্ছা। হলে গিয়ে ‘নায়ক’ দেখার আমন্ত্রণ রইল।’’

যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমায় বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন অধরা খান। বাপ্পি বর্তমানে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ সিনেমার কাজ করছেন। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়