ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সিনে তারকাদের শোক

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সিনে তারকাদের শোক

বিনোদন প্রতিবেদক : ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু আজ বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমেছে। সংগীত ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্রের গানে প্লেব্যাক করেছেন তিনি। চলচ্চিত্রে তার গাওয়া গানগুলো পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনেও শোকের ছায়া নেমেছ।

নির্মাতা মালেক আফসারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এমন একটি মানুষ কেমন করে চলে গেল! আইয়ুব বাচ্চু তুমি কি জানো দেশবাসী তোমার জন্য কাঁদছে।’

চিত্রনায়ক ওমর সানি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছবিটির দিকে একবার তাকান-তাহলে যে কেউ একটা কথা মনে মনে আমার সঙ্গে বলে উঠবেন-এমন করে আর কে বাজাবে ‘রুপালী গিটার’! গিটার যাদুকরের এমন চলে যাওয়ার খবর মেনে নেওয়া যায় না, আমিও মেনে নিতে পারছি না। উনার মুত্যুর সংবাদ জানার পর থেকে অতীতের অনেক স্মৃতি মনে পড়ছে। অনেক দ্রুত এমন লিজেন্ড একজন শিল্পীকে হারালাম আমরা। আল্লাহ তাকে বেহেশত দান করুন-আমিন।’

চিত্রনায়ক শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু।’

নিপুণ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রেস্ট ইন পিস’।

চিত্রনায়ক ফেসদৌস শোক প্রকাশ করে বলেন, ‘বাচ্চু ভাই আমার একটা সিনেমায় গান গেয়েছেন। তার গাওয়া গান আমার লিপে ধারণ করার ভাগ্য হয়েছে। গানটি রেকর্ডিং করে আমাকে বলেছিলেন, হিরো সুন্দর একটা গান গেয়ে দিলাম। যদি পারো গানটি নিয়ে আবার কাজ কইরো, ফুটিয়ে তুইলো।’

জায়েদ খান বলেন, ‘বাচ্চু ভাই শুধু সংগীতাঙ্গনের সম্পদ ছিলেন না, তিনি আমাদের চলচ্চিত্রেরও সম্পদ। তার মতো শিল্পী চলে যাওয়া আমাদের সংগীতাঙ্গন ও চলচ্চিত্রের ক্ষতি হয়েছে। তার জায়গা পূরণ হবার মতো নয়। তার মুত্যুতে গভীরভাবে শোকাহত। তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

অপু বিশ্বাস স্মৃতিচারণ করে বলেন, ‘সকালবেলা ফেসবুকে লগ ইন করেই অবাক হয়েছি! আমার বিশ্বাস হচ্ছিল না, বার বার ভাবছিলাম এটা আমি কি দেখছি। নিউজ পড়ে আমি বিশ্বাস করলাম বাচ্চু ভাই আর নেই। বিষয়টি সহজে মেনে নেয়ার মতো নয়। বাচ্চু ভাইয়ের সঙ্গে অনেকগুলো শো করেছি। তার সঙ্গে আলাপ করেছি। তিনি অত্যান্ত ভালো মানুষ ছিলেন। একবার শো শেষ করে বিমানে পাশাপাশি সিটে বসে বাংলাদেশে ফিরছিলাম। তখন তার সঙ্গে আমার কথা হয়। আমরা একজন কিংবদন্তিকে হারালাম। তার জন্য দোয়া করছি, তিনি যেখানেই থাকুন না কেন যেন ভালো থাকেন।’

সাইমন সাদিক স্মৃতিারণ করে বলেন, ‘বাচ্চু ভাইয়ের সঙ্গে সর্বশেষ একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। সেখানে অনেক আনন্দ করেছি। তার সঙ্গে আমরাও গেয়েছিলাম। সেদিন আমাকে বলেছিলেন, সাইমন গিটার আমার প্রাণ! তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি এত দ্রুত অচেনা হয়ে যাবেন ভাবতে পারিনি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘আজকের দিনটা মন খারাপের। আল্লাহ তার আত্মাকে শান্তি দান করুন।’

অভিনেতা নিরব ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দূরে, বহু দূরে/সেদিন অশ্রু তুমি রেখো, গোপন করে!’

এছাড়াও চলচ্চিত্রাঙ্গনের অনেকে ফেসবুকে আইয়ুব বাচ্চুকে নিয় স্মৃতিচারণ করেছেন।


পড়ুন :

রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়