ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আজ থেকে ‘পাগলা হাওয়া’ শুরু

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ থেকে ‘পাগলা হাওয়া’ শুরু

বিনোদন প্রতিবেদক : নাট্যনির্মাতা আশিক মাহমুদ রনি নির্মাণ করেছেন ‘পাগলা হাওয়া’ নাটকটি। জাহাঙ্গীর হোসেন বাবরের ভাবনায় ধারাবাহিক এ নাটক রচনা করেছেন বরজাহান হোসেন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মীর সাব্বির, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, প্রাণ রায়, ড. ইনামুল হক, আমিরুল হক চৌধুরী, জাহাঙ্গীর হোসেন বাবর, শাহেদ আলী, আহসানুল হক মিনু, শবনম পারভিন, মৌটুসী বিশ্বাস, নোভা, চাঁদনী, গৌতম সাহা, নিমা রহমান, মুনীরা মিঠু, শামীমা তুষ্টি, সাবিহা আজিজ, জারা জারিব প্রমুখ।

গল্প প্রসঙ্গে নির্মাতা আশিক মাহমুদ রনি বলেন, ‘একটি মানসিক হাসপাতাল পরিচালনা করেন ড. বাবর। ১৫ শয্যাবিশিষ্ট পুরোপুরি স্বেচ্ছাসেবী এ মানসিক হাসপাতালের মানসিকভাবে দুর্বল ও অসহায় কিছু মানুষকে নিয়ে গড়ে উঠেছে এর গল্প। সেখানকার মানুষগুলোর দৈনন্দিন জীবন-চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে নাটকের একেকটি পর্বে। ধারাবাহিকটি যত্নসহকারে নির্মাণ করেছি। আমার বিশ্বাস, নাটকটি সবার মন জয় করতে সক্ষম হবে।’

আজ রোববার রাত ৮টা ১৫ মিনিটে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে। এরপর সপ্তাহে প্রতি রোববার ও সোমবার একই সময়ে ড্রিম মাল্টিমিডিয়া প্রযোজিত  এ নাটকটি প্রচারিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়