ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে বোল্টের হ্যাটট্রিক

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৭ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের বিপক্ষে বোল্টের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক : কিছুদিন আগেই প্রথমবারের মতো বাবা হয়েছেন। তিন দিন আগে এসেছেন সংযুক্ত আরব আমিরাতে। সিরিজে খেলতে নামলেন প্রথমবার। নিজের দ্বিতীয় ওভারেই করলেন হ্যাটট্রিক। নাম তার ট্রেন্ট বোল্ট।

আবুধাবিতে বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন বোল্ট। নিউজিল্যান্ডের এই পেসারের পরপর তিন বলে আউট হয়েছেন ফখর জামান, বাবর আজম ও মোহাম্মদ হাফিজ।

ইনিংসের তৃতীয় ও বোল্টের দ্বিতীয় ওভারের ঘটনা এটি। দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ফখর। পরের বলে প্রথম স্লিপে রস টেলরের দারুণ এক ক্যাচে সাজঘরের পথ ধরেন বাবর। ১৪১ কিলোমিটার গতির পরের বলে এলবিডব্লিউ হাফিজ। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি পাকিস্তানি ব্যাটসম্যান। কিউই পেসার নাম লেখান ইতিহাসে।

নিউজিল্যান্ডের মাত্র তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন বোল্ট। সব মিলিয়ে ওয়ানডে ইতিহাসের ৪৭তম হ্যাটট্রিকের ঘটনা এটি। সবশেষ গত মাসের শুরুতে ব্লুমফন্টেইনে জিম্বাবুয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।

১৯৯৪ সালে নাগপুরে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার ড্যানি মরিসন। ২০০৭ সালে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন বলে তিন উইকেট নিয়েছিলেন আরেক সাবেক পেসার শেন বন্ড। এবার তাদের পাশে বসলেন বোল্ট।

২৬৭ রানের লক্ষ্য তাড়ায় বোল্টের হ্যাটট্রিকে ৮ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। এর আগে টেলরের ৮০ ও টম ল্যাথামের ৬৮ রানের সুবাদে আড়াইশ ছাড়ানো পুঁজি পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে পারে কি না, দেখার অপেক্ষা সেটিই।



রাইজিংবিডি/ঢাকা/৭ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়