ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে  ‘বন্দুকযুদ্ধে’ জিয়াউল বশির শাহীন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তিনটি দেশি এলজি, ১৫ হাজার পিস ইয়াবা, ১৮ রাউন্ড গুলি ও ১৩টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাপাড়া কবস্থান এলাকায় এই  ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জিয়াউল বশির শাহীনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের দরগাপাড়া উলুচামরী রসুলাবাদ এলাকায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারের জন্য নিয়ে গেলে শাহীনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক ব্যবসায়ীরা। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায় এবং শাহীন গুলিবিদ্ধ হয়। দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযানের পর ঘটনাস্থল থেকে তিনটি দেশি এলজি, ১৫ হাজার পিস ইয়াবা, ১৮ রাউন্ড গুলি ও ১৩টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। শাহীনের বিরুদ্ধে টেকনাফ থানায় সাতটি মামলা রয়েছে।  ময়না তদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি প্রদীপ কুমার।




রাইজিংবিডি/কক্সবাজার/১০ নভেম্বর ২০১৮/সুজাউদ্দিন রুবেল/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়