ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘যদি সবাইকে একসঙ্গে নিয়ে হাঁটি তবে সমস্যাটা কোথায়?’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘যদি সবাইকে একসঙ্গে নিয়ে হাঁটি তবে সমস্যাটা কোথায়?’

ফারুক

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’ ও চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দুই ভাগে বিভক্ত। এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে দা-কুমড়ার সর্ম্পক তা অনেক আগেই স্পষ্ট হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক চিত্রনায়ক ফারুককে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া চলচ্চিত্রের সকল সংগঠনের কার্যনির্বাহী পরিষদসহ সকল সদস্যদের আমন্ত্রণ জানায় জাজ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএফডিসিতে বড় পরিসরে ‘দহন’ সিনেমার ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতেই বরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এদিকে ব্যস্ততার কারণে  চলচ্চিত্রের সর্বজন শ্রদ্ধেয় চিত্রনায়ক ফারুক অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি। এজন্য দুঃখ প্রকাশ করে একটি ভিডিও বার্তা পাঠান তিনি। এতে ফারুক বলেন, ‘‘আমি জানি এখানে অনেকেই নেই। এই যে ‘নেই’ শব্দটা খুবই দুঃখজনক। কখনো শুনি আজিজের দোষ আছে আবার কখনো শুনি ওর গুণ আছে। ‘দহন’ নামে একটি সিনেমা তৈরি হয়েছে। এটি আমি দেখিনি। তারপরও সিনেমাটি সর্ম্পকে যা শুনেছি আমার ভালো লেগেছে। সিনেমাটি বর্তমান পটভূমির উপর নির্মাণ করা হয়েছে। এটি বর্তমানকে নিয়ে কথা বলবে। এটি কে করেছেন, কি করেছেন আমার দরকার নেই। আমার সিনেমার এক মানুষ এটি বানিয়েছেন। আমার ব্যক্তিগত কাজের কারণে আমি থাকতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’’

তিনি আরো বলেন, ‘যদি সবাইকে একসঙ্গে নিয়ে হাঁটি তবে সমস্যাটা কোথায়? প্রযোজক এমন এক ব্যক্তি যিনি সর্বেসর্বা। তিনি তার ইচ্ছে মাফিক পরিচালক, শিল্পী ও কলাকুশলী নিয়ে থাকেন। যেহেতু এখানে ব্যবসার একটা বিষয় আছে। কিন্তু বিভাজন তৈরি হয় এটা দুঃখজনক। চলচ্চিত্র এমন একটা জায়গা যেখানে ইমোশন, সেন্টিমেন্ট, দুঃখ, হাসি-কান্না সবকিছু মিলিয়ে। এই মিলন মেলা সৃষ্টির কারখানা চলচ্চিত্র। এই সৃষ্টির কারখানায় অভিমান, দুঃখ, আনন্দ থাকবেই।’

‘আমাদের পয়সা নেই। একজন শিল্পী যখন মৃত্যুর দোর গোড়ায় দাঁড়ায় তখন একটা ট্যাবলেট কেনার ক্ষমতা থাকে না। বর্তমানে যা দেখি আমাদের সন্মানিত প্রধানমন্ত্রী কাউকেই ফেরান না। আমার প্রিয় সিনেমার মানুষদের কাছে একটা অনুরোধ করব-আপনারা বিভাজন দূরে ছুঁড়ে ফেলে দেন। আসুন না আমরা সবাই মিলিত হয়ে এই ইন্ডাস্ট্রি চালাই।’ বলেন ফারুক।

প্রযোজক আব্দুল আজিজকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘অনেক সময় শুনে থাকি জাজ মাল্টিমিডিয়ার জন্য সিনেমা চালানো যাচ্ছে না। আমি আজিজকে বলব, প্রযোজকের কাছ থেকে যে পয়সা তুমি নাও, যদি সম্ভব হয় সেই টোটাল পয়সা তুমি ছেড়ে দাও। কারণ তুমি এই সংসারের সন্তান। আর চলচ্চিত্র নিজের ঘরে বানানোর চেষ্টা কর। এমন কিছু করো-যা ইন্ডাস্ট্রির উপকারে আসে। আমি একটি বিভাজন দেখেছি কিন্তু এই বিভাজন চাই না। ইন্ডাস্ট্রি বাঁচাতে বিভাজন নয়। আজিজকে বলব, ভাই চার-পাঁচটা সিনেমা ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে তৈরি কর। দেখবে ইন্ডাস্ট্রির অনেক উপকারে আসবে। ডান-বাম, উপরে-নিচে এত কথা শোনার দরকার নেই। তুমি পাখা ছড়িয়ে দাও দেখতে পাবে অনেক মেধাবীরা তোমার চারপাশে ঘুরছে। আজকে তোমার লগ্নি করার টাকা আছে। এরকম অনেকেরই আছে। তারা আসছে না এই ঝগড়া-ঝাটির জন্য। আসুন আমরা সবাই এক হয়ে এই ইন্ডাস্ট্রিকে মালার মতো গাঁথি, সেই মালার মধ্যে আমরা সবাই থাকব। তার নাম হবে বাংলাদেশ চলচ্চিত্র।’

চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি ও সহকারী পরিচালক সমিতিসহ চলচ্চিত্রাঙ্গনের সকল সংগঠনের নেতা ও সদস্যদের উপস্থিত থাকার কথা শোনা গেলেও পরিচালক সমিতি ও শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিবারের সদস্যদেরও উপস্থিতি কম ছিল।

রায়হান রাফি পরিচালত ‘দহন’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম ও পূজা চেরি। এতে আরো অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মনিরা মিঠু, রাজ রীপা প্রমুখ। এর চিত্রনাট্য রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল।




রাইজিংবিডি/ঢাকা/২৩ নভেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়