ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন সোহেল রানা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন সোহেল রানা

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নাম সোহেল রানা। তার প্রকৃত নাম মাসুদ পারভেজ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর সোহেল রানার মনোয়নপত্র বাতিল করা হয়েছে।

৪ হাজার ১ শ’ ৪৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বরিশাল-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী চিত্রনায়ক সোহেল রানার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘এখন আমাদের আপিল করা ছাড়া আর কোনো পথ নেই। তাই আপিল করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের সকল কাগজপত্র প্রস্তুত।’

সোহেল রানা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করেন। এর পরিচালক ছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। পরের বছর তিনি ‘মাসুদ রানা’ নামে একটি সিনেমা পরিচালনা করেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এ সিনেমার মাধ্যমে প্রথম সোহেল রানা নামে পর্দায় হাজির হন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/৩ ডিসেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়