ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক বছরের জন্য নিষিদ্ধ নির্মাতা সাজিদ খান

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক বছরের জন্য নিষিদ্ধ নির্মাতা সাজিদ খান

সাজিদ খান

বিনোদন ডেস্ক : যৌন হেনস্তার দায়ে পরিচালক সাজিদ খানকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ)। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইএফটিডিএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, সাংবাদিক কারিশমা উপাধ্যায়, অভিনেত্রী সিমরান সুরি ও অভিনেত্রী সালোনি চোপড়ার যৌন হেনস্তার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমরা একটি কমিটি গঠন করে কর্মক্ষেত্রে নারীদের হেনস্তার যে আইন তা অনুযায়ী তদন্ত করেছি। সাজিদের বিরুদ্ধে অভিযোগ অনেক গুরুতর যেমন : যৌন হেনস্তা, অতর্কিত যৌন হেনস্তামূলক আচরণ ইত্যাদি। সাজিদকে তার পক্ষে কথা বলার সুযোগ দেয়া হয়েছে তবে তিনি এ বিষয়ে নিজেকে নির্দোষ প্রমাণের কোনো চেষ্টা করেননি। তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তা, অনিচ্ছাকৃত শরীর স্পর্শ, নারীদের খোঁচা দিয়ে কথা বলা, নারীদের নগ্ন হতে অথবা বক্ষ বিভাজিকা প্রদর্শন করতে বলে তাদের মধ্যে মেনটালি ও ইমোশনালি ট্রমা তৈরি করার অভিযোগ নিয়ে তিনি কোনো সাড়া, ব্যাখ্যা বা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেননি। সাজিদ যৌন হেনস্তার অভিযোগ স্বীকারও করেননি। তবে তিনি নারী ও পুরুষ বন্ধুদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলার বিষয়টি স্বীকার করেছেন।’

আইএফটিডিএ-এর পক্ষে তদন্তকারী অশোক পন্ডিত সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনানুগভাবে সর্বোচ্চ সাজা দেয়া হয়েছে। এ বিষয়ে বেশ কয়েকজন আইনজীবী ও বোদ্ধার সঙ্গে আলোচনাও করা হয়েছে। তবে আমরা মনে করি, সাজিদ ও অন্যান্য অভিযুক্তদের সঙ্গে কাজ করবেন কি না তার চূড়ান্ত সিদ্ধান্ত নির্মাতাদের ওপর নির্ভর করবে। এটি যতটা আইনানুগ তার চেয়ে বেশি নৈতিক বিষয়। নির্মাতা ফারাহ খানের (সাজিদ খানের বোন) সঙ্গে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ভালো বন্ধুত্ব থাকা সত্বেও তিনি হাউসফুল-ফোর থেকে সাজিদ খানকে বাদ দিয়েছেন। এটি এখন ইন্ডাস্ট্রির মানুষদের ওপর নির্ভর করছে-তারা বিষয়টি কীভাবে সামনে এগিয়ে নিবে। আমাদের পক্ষ থেকে যা করার আমরা করেছি।’

এর আগে ৪৮ বছর বয়সি সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট, সাংবাদিক কারিশমা উপাধ্যায়, অভিনেত্রী সিমরান সুরি ও অভিনেত্রী সালোনি চোপড়া। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সাজিদ খানের বিরুদ্ধে তাদের সঙ্গে ঘটা আপত্তির ঘটনাগুলো তুলে ধরেন। এরপর হাউসফুল-ফোর সিনেমা থেকে সাজিদকে বাদ দিয়ে ফরহাদ সামজিকে পরিচালনার দায়িত্বে দেয়া হয়। এছাড়া সে সময় অক্ষয় কুমার ও ফারহান আখতারের মতো তারকারা সাজিদের পক্ষ না নিয়ে হেনস্তার শিকার হওয়া নারীদের পক্ষ নেন।




রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়