ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘নাটকটি প্রাপ্তবয়স্কদের জন্য’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নাটকটি প্রাপ্তবয়স্কদের জন্য’

‘ওপেন কাপল’ নাটকের দৃশ্য

বিনোদন ডেস্ক : মঞ্চস্থ হতে যাচ্ছে নাগরিক নাট্যসম্প্রদায়ের নাটক ‘ওপেন কাপল’। আগামী ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির ১১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দারিও ফো ফ্রাঙ্ক রামে রচিত নাটকটির রূপান্তর ও নির্দেশনায় রয়েছেন সারা যাকের। দুটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘ওপেন কাপল’। এ চরিত্র দুটি রূপায়ন করছেন সারা যাকের ও জিয়াউল হাসান কিসলু। 

প্রবীণ অভিনয়শিল্পী জিয়াউল হাসান কিসলু রাইজিংবিডিকে বলেন, ‘১৯৮৩ সালে দারিও ফো ও তার স্ত্রী ফ্রাঙ্ক রামে নাটকটি রচনা করেন। ইউরোপে তখন নাটকটির প্রচন্ড চাহিদা ছিল। বর্তমানে এই নাটকের চাহিদা-আফ্রিকা, এশিয়াসহ সব মহাদেশেই রয়েছে। আমরা বাংলাদেশে নাটকটি করছি। নাটকটিতে অনেক ওপেন কথাবার্তা রয়েছে, ওপেন দৃশ্য রয়েছে যেগুলো আমরা করেছি। নাটকটি প্রাপ্তবয়স্কদের জন্য। এজন্য অনেকেই হয়তো নাটকটি মঞ্চে আনার সাহস করেননি, সে জায়গা থেকে আমরা কাজটি করছি। লন্ডনে নাটকটির সর্বশেষ শো করেছি। সেখানে প্রচন্ড প্রশংসা পেয়েছি। বাংলাদেশের দর্শকও নাটকটি দেখার পর ঢের প্রশংসা করেছেন।’

দাম্পত্য জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। গল্পের বিষয়বস্তুর চাহিদা খুবই সমসাময়িক। দাম্পত্য জীবনে অনেক সমস্যার মধ্যে অন্যতম পুরুষদের বহুগামীতা। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর ঘটনা এ নাটকে রয়েছে বলেও জানান তিনি।

নাগরিক নাট্যসম্প্রদায়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে আসে নতুন নাটক ‘ওপেন কাপল’। গত ১৫ এপ্রিল নগরীর বেইলী রোডের মহিলা সমিতির মঞ্চে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। তারপর দশটি প্রদর্শনী হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়