ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

‘মুশফিক ভাই ক্লাস ব্যাটিং করেছেন’

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মুশফিক ভাই ক্লাস ব্যাটিং করেছেন’

ক্রীড়া প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া ১৮৪ রান তাড়া করে চিটাগং ভাইকিংস বিপিএলে তৃতীয় জয় পেয়েছে। 

ব্যাট হাতে চিটাগংকে জিতিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলে দলকে একাই জিতিয়েছেন মুশফিক। ৭ চার ও ৪ ছক্কায় মুশফিক সাজান নিজের ইনিংসটি। বিস্ফোরক ব্যাটিংয়ে মুশফিকের খ্যাতি আছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার বিপিএলের ক্যানভাসে সেই রঙ ছড়িয়েছেন। নিখুঁত টাইমিং, দুর্দান্ত সব শট আর দৃঢ় মনোবলে মুশফিক যেন অনন্য। 

তবে জয়ের থেকে ৭ রান দূরে থাকতে নিজের উইকেট বিসর্জন দেন। মুশফিক সাজঘরে ফিরলেও জয় পেতে বেগ পেতে হয়নি চিটাগংকে। রবি ফ্রাইলিঙ্ক জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকের ব্যাটিংয়ের প্রশংসায় চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ। 

‘‘মুশফিক ভাই ক্লাস ব্যাটিং করেছেন। উনি তো এরকমই ব্যাটিং করেন। শেষ নিদাহাস ট্রফিতে (শ্রীলঙ্কায়) যে ব্যাটিং করেছিলেন আজ সেরকম ব্যাটিং করেছেন। উনি দাঁড়িয়ে গেছে তাই ভাবছিলাম, উনি যেহেতু দাঁড়িয়ে গেছে তাই আমরা ম্যাচ জিতব।’’

গত বছর শ্রীলঙ্কায় ৩৫ বলে ৭২ রান করেছিলেন ৫ চার ও ৪ ছক্কায়। সেবার বাংলাদেশকে ২১৫ রান তাড়া করে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন মুশফিক। বিপিএলে ফিনিশিংয়ের কাজ পুরোপুরি না করলেও লক্ষ্য দারুণভাবে কভার করেছেন ডানহাতি ব্যাটসম্যান।  

‘‘উনি (মুশফিক) তো লক্ষ্য কাভার করে আসছিল। এ ম্যাচ যদি আমরা পরবর্তীতে হেরে যাই তাহলে তো আমাদের ভুল। শেষ দিকে ফ্রাইলিঙ্ক ছিল তাই আত্মবিশ্বাস ছিল। ও তো এর আগে দুই-একটা ম্যাচ শেষ করে দিয়েছিল। মুশফিক ভাই চেয়েছিল শেষ ওভারে খেলা না নিতে। উনি ইতিবাচক খেলেছেন।’’

বিপিএলের শুরু থেকে রান হচ্ছিল না। তবে ঢাকায় শেষ দুদিন রান হচ্ছে নিয়মিত। কুমিল্লা প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৪ রান তুলেছিল। ২ বল আগে ৪ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে চিটাগং। পেসার খালেদ জানালেন ইনিংসের শুরু থেকেই তারা জয়ের প্রত্যাশা করছিলেন। 

‘‘আমরা অবশ্যই জয়ের আশা করেছিলাম। শেষ ম্যাচেও দেখবেন আমরা শেষ পর্যন্ত ম্যাচ টেনেছি। আমাদের এ ম্যাচেও এরকম প্রত্যাশা ছিল। আমাদের বিশ্বাস ছিল ছোট ছোট জুটি গড়তে পারলে আমরা ম্যাচ জিতব।’’

মিরপুরে মুশফিক ঝড়ের আগে বিগ হিটার থিসারা পেরেরা মাঠ মাতিয়ে রাখেন। মাত্র ২৬ বলে করেন ৭৪ রান।সকালে ঢাকায় এসে রাতে মাঠে নেমে ৩ চার ও ৮ ছক্কায় বিস্ফোরক ব্যাটিং করেন লঙ্কান পেস অলরাউন্ডার। খালেদ জানালেন নিজেদের ভুলেই থিসারার হাতে বেধম মার খেয়েছে বোলাররা। 

‘‘পেরেরা তো সারাবিশ্বে খেলে বেড়াচ্ছে। বোলিংয়ে শেষদিকে আমরা ব্লকহোলে বোলিং করতে পারিনি। তাই ও হিট করছিল। আমরা ওকে হিটের বলই দিয়েছিলাম। ও ভালো বলে মারতে পারেনি। বাজে বলে মারছে।’’ 

 


রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৯/ইয়াসিন
 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়