ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুব ভালো অনুভব করছি না : তামিম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুব ভালো অনুভব করছি না : তামিম

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : চনমনে সেই ভাবটা নেই দেখা যাচ্ছিল খোলা চোখেই। শরীরজুড়ে জড়তার লেশ।

যতটা চাঙ্গা বিপিএল শুরুর আগে ছিলেন সেই সেটাও নিরূদ্দিষ্ট। সব মিলিয়ে কোথায় যেন হারিয়েছেন তামিম ইকবাল! বিপিএলের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম। কিন্তু কুমিল্লার জার্সিতে ২২ গজে নিজেকে হারিয়ে খুঁজছেন দেশসেরা ওপেনার।

শুরুটা খারাপ করেননি। সিলেটের বিপক্ষে ৩৫ রানে শুরু করেছিলেন। আজ সেই সিলেটের বিপক্ষে করলেন শূণ্য। বিপিএলের এবারের মৌসুমের দ্বিতীয় ডাক। আগের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি। এর আগে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে রংপুর ও রাজশাহীর বিপক্ষে রান যথাক্রম ৪ ও ২১।

সবদিন রান পাবেন না, এটা স্বাভাবিক। কিন্তু তার ব্যাটিংয়ে নেই স্বাচ্ছন্দ্য ও দৃঢ়তা। আজ প্রথমবারের মতো মুখোমুখি হলেন গণমাধ্যমের। জানালেন, খুব ভালো অনুভব করছেন না ভেতর থেকে। তবে সেটা শারীরিকভাবে নাকি মানসিকভাবে সেটা খোলাসা করলেন না। তবে নিজের ফর্ম কিংবা রান পাওয়া নিয়ে বেশি চিন্তা করছেন না ড্যাশিং ওপেনার। নিজের ভেতরে রাখতে চাচ্ছেন নিজের সমস্যা। অপেক্ষায় আছেন একটি ইনিংসের। সিলেটকে ৮ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে হাজির হয়ে যান তামিম।

‘‘আমার ব্যাটিং একদমই ভালো হচ্ছে না। আর রান না করলে আমি খুব একটা বেশি চিন্তিত হই না। আমি কিন্তু খুব ভালো অনুভব করছি না।’’

‘‘আপনাকে এটা মেনে নিতে হবে। সবসময় সবকিছু আপনার পক্ষে যাবে না। আপনি সবসময় রান করতেই থাকবেন সেটা হয় না। গত কয়েক বছর ধরে আমি এটা করে আসছি। কিছু সময় আসবে যখন আমি রান পাবো না। এটা নিয়ে খুব বেশি চিন্তিত না।’’

‘‘আমি জানি কিভাবে এমন অবস্থা থেকে ফিরতে হয়। যদি সামনের ম্যাচেও যদি রান না হয় তাহলে আমি প্যানিক হবো না। আমি চেষ্টা করব, কঠোর পরিশ্রম করব। আমি অনেকটাই নিশ্চিত, আমার ভেতর একটা ইনিংস আছে যেটায় সব কিছু বদলে যাবে।’’



রাইজিংবিডি/সিলেট/১৫ জানুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়