ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ালটনের ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটনের ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়ে ‘ইয়ারলি সেলস প্লানিং’ সভা করেছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।

বুধবার দিনব্যাপি সভা গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তার ভাওয়াল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার উত্তরা, গাজীপুর ও ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার, ক্রেডিট মনিটরিং ও প্লাজা ম্যানেজারদের নিয়ে সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের প্লাজা, সেলস এন্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক মো. রায়হান। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটনের প্লাজা,  সেলস এন্ড ডেভেলপমেন্ট-এর ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মীর মো. গোলাম ফারুক।

বক্তব্য রাখেন মোবাইল মনিটরিং সৈয়দ সাহেদুল আলম, ঢাকার উত্তরা জোনের এরিয়া ম্যানেজার মো. রায়হান কবির, গাজীপুর জোনের এরিয়া ম্যানেজার মো. সুমন মিয়া, ময়মনসিংহ জোনের এরিয়া ম্যানেজার সুমন বসাক, ক্রেডিট মনিটরিং সোহেল রানা, শাহাদাত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ওই তিন জোনের ৩০ জন প্লাজা ম্যানেজার উপস্থিত ছিলেন।

উত্তরা জোনের এরিয়া ম্যানেজার মো. রায়হান কবির জানান, ২০১৯ সালে ২০ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। পাশাপাশি প্লাজা, সেলস এন্ড ডেভেলপমেন্টে একই বছর পাঁচ লাখ হায়ার অ্যাকাউন্ট সেলস (কিস্তিতে বিক্রয়) টার্গেট নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারি থেকে নতুন করে ডিজিটাল ক্যাম্পাইন সিজন-৪ শুরু হয়েছে। এতে প্রত্যেক ক্রেতা প্রতিটি পণ্য ক্রয়ের বিপরীতে নিশ্চিত ক্যাশ ভাউচার পাবেন। যাতে সর্বোচ্চ পুরস্কার রয়েছে এক লাখ টাকার ক্যাশ ভাউচার।

তিনি আরো বলেন, বিগত তিনটি ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। 



রাইজিংবিডি/গাজীপুর/১৬ জানুয়ারি ২০১৯/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়