ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপিএল থেকে সুখস্মৃতি নিয়ে ফিরছি : ওয়ার্নার 

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপিএল থেকে সুখস্মৃতি নিয়ে ফিরছি : ওয়ার্নার 

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের জার্সিতে সময়টা দারুণ কাটছিল সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। কিন্তু দীর্ঘ হচ্ছে না সিলেট সিক্সার্স অধিনায়কের এবারের যাত্রা। সিলেট পর্বে সিক্সার্সের বাকি ২ ম্যাচের পরই দেশে ফিরে যাচ্ছেন ওয়ার্নার। কনুইয়ের পুরোনো ইনজুরির পূর্ব নির্ধারিত সূচিতে ডাক্তারি পরীক্ষা করাতে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিমান ধরবেন প্রথমবারের মতো বিপিএল খেলা ওয়ার্নার। 

ওয়ার্নার জানিয়েছেন, বিপিএল থেকে সুখস্মৃতি নিয়েই তিনি দেশে ফিরছেন। 

সিলেট সিক্সার্স অধিনায়ক ওয়ার্নার বলেছেন, ‘চোট আগেই ছিল। কনুইয়ের সন্ধিতে তরল জমেছে। ব্যথানাশক ওষুধ খেয়েছি। কিন্তু হাতের ফোলা কমছে না। তাই ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে দেশে ফিরছি। ডাক্তার সেখানেই দেখবেন, এরপর সিদ্ধান্ত নেবেন অস্ত্রোপচার করাতে হবে কি না। অসাধারণ একটা সময় কাটল এবারকার বিপিএলে। দারুণ একটা দল আর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দারুণ কিছু সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে হবে। তবে, সিলেটের হয়ে শেষ ২ ম্যাচে মনে রাখার মতো পারফম্যান্স করতে চাই।’

পুরো টুর্নামেন্ট খেলার জন্যই অনাপত্তিপত্র নিয়ে বাংলাদেশে আসেন ডেভিড ওয়ার্নার। কিন্তু পুরোনো চোট পুরোপুরি ঠিক না হওয়ায় দেশে ফিরছেন এই ব্যাটিং জিনিয়াস। এ বিষয়ে সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বলেন, ‘শুধু সিলেট সিক্সার্স না, বিপিএলে নতুন মাত্রা যোগ করেছেন ডেভিড ওয়ার্নার। তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় অসাধারণ কিছু মুহুর্ত তিনি উপহার দিয়েছেন। আরো কিছু পাওয়ার সুযোগ ছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি। আমরা ওয়ার্নারকে খুব মিস করব। তার নেতৃত্ব গুণ, পুরো দলকে নিয়ে দারুণ সব পরিকল্পনা আমাদের কাজ অনেকটা সহজ করে দিয়েছিল।’ 

ঢাকা ডায়নামাইটস আর রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট পর্বের শেষ ২ ম্যাচে দলের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। তার শূন্যস্থান পূরণ করতে শুক্রবারই সিলেট সিক্সার্সের সঙ্গে যোগ দিচ্ছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বের জন্য সিলেটে দলের সঙ্গেই থাকবেন রয়। ইমরান তাহির ফিরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েন পারনেল।





রাইজিংবিডি/ঢাকা/১৮ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়