ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রিয়ালের শিরোপা জেতা সম্ভব : সোলারি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিয়ালের শিরোপা জেতা সম্ভব : সোলারি

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় মৌসুমের শুরুটা বাজে হওয়ায় পয়েন্ট টেবিলে পিছাতে থাকে রিয়াল মাদ্রিদের অবস্থান। তবে সম্প্রতি ধারাবাহিক ভালো পারফরম্যান্সে আবারো লড়াইয়ে ফিরেছে দলটি। আর দলের এমন প্রত্যাবর্তনে লিগ শিরোপার স্বপ্ন দেখছেন রিয়াল কোচ সান্তিয়াগো সোলারি।

সোলারি দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতায় ছন্দ খুঁজে পেয়েছে রিয়াল। সবশেষ  লা লিগায় সেভিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর রিয়ালের লিগ শিরোপা জেতাকে অসম্ভব মনে করছেন না সোলারি।

দারুণ ফর্মে থাকা বার্সেলোনা লিগ শিরোপা ধরে রাখার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। তাদের পরই রয়েছে মাদ্রিদের আরেক সেরা ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। মৌসুমের এ অবস্থায় তাদের সঙ্গে প্রতিযোগিতায় গিয়ে শিরোপা জয়কে অসম্ভব দেখছেন না রিয়াল কোচ। সেভিয়ার বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘কোনও কিছুই অসম্ভব নয়। প্রতি ম্যাচে তিন পয়েন্ট পেতে শেষ পর্যন্ত লড়াই করবো আমরা।’

শক্তিশালী সেভিয়ার বিপক্ষে জয়ের পর দলের অন্যতম সেরা তারকা লুকা মডরিচের প্রশংসা ঝরেছে সোলারির কণ্ঠে। চোট পেয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলে ম্যাচের শেষ দিকে গোল করেছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী মদরিচ। তার প্রশংসায় উচ্ছ্বসিত সোলারি বলেন, ‘মাথায় চোট নিয়েও সে আজ অসাধারণ খেলেছে। সে একজন লড়াকু যোদ্ধা। বিরতির সময় সে ১৫ মিনিট চিকিৎসকের টেবিলে ছিল। সেখান থেকে এসে দ্বিতীয়ার্ধে সে দুর্দান্ত খেলেছে। এমনকি শেষ মিনিটে গোলও করেছে। এ থেকে দলের প্রতি তার মনোভাব সম্পর্কে ধারণা পাওয়া যায়।’



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়