ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মঙ্গলবার কমিশন সভা, এজেন্ডা উপজেলা নির্বাচন

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৩, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মঙ্গলবার কমিশন সভা, এজেন্ডা উপজেলা নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার ৪৩তম কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ৪৩তম কমিশন সভা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, আসন্ন উপজেলা নির্বাচন, সংরক্ষিত মহিলা আসনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় সভায় এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।

ইসি থেকে জানা গেছে, এবার দেশের ৪৯২ উপজেলার মধ্যে ৪৮০ উপজেলা পরিষদে পাঁচ ধাপে নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। বিভিন্ন জটিলতার কারণে ১২ উপজেলা পরিষদে ভোট হচ্ছে না।

এদিকে সারা দেশের সদর জেলার উপজেলা পরিষদে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ বিধিমালায় পরিবর্তন আনছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ নির্বাচন প্রথমবারের মতো লড়াই হবে দলীয় প্রতীকে। প্রথম ধাপের তফসিল ৩ অথবা ৪ ফেব্রুয়ারি ঘোষণা করে মার্চে ভোট করার পরিকল্পনা কমিশনের।

ইসির নির্বাচন পরিচালনা শাখা জানায়, এ বছর ৪৮০ উপজেলা পরিষদে পাঁচ ধাপে ভোট হবে। এর মধ্যে ঢাকা অঞ্চলে ৩৪ উপজেলার মধ্যে ভোট হবে ৩৩টিতে। এ বিভাগের নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা সীমানা সংক্রান্ত মামলার কারণে নির্বাচন হচ্ছে না। চট্টগ্রাম অঞ্চলে ৪৯ উপজেলার মধ্যে ৪৭টিতে ভোট হবে। চট্টগ্রামের কর্ণফুলী ও খাগড়াছড়ির গুইমারা উপজেলার মেয়াদ শেষ হবে ২০২২ সালে। এ কারণে এ দুই উপজেলা পরিষদে ভোট হবে না এ বছর। রংপুর অঞ্চলে ৫৮টির মধ্যে ৫৭ উপজেলায় ভোট গ্রহণ হবে। রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়নি। এ কারণে এ বছর ভোট হচ্ছে না। ময়মনসিংহ ৬০টির মধ্যে ৫৯ উপজেলায় ভোট হবে। তারাকান্দা উপজেলার মেয়াদ শেষ হবে ২০২৩ সালে। এ কারণে উপজেলাটিতে ভোট হবে না।

ইসি সূত্র জানায়, এসব বিষয় নিয়েই মূলত কমিশন সভায় আলোচনা হতে পারে। কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়েও আলোচনা হবে।




রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/হাসিবুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়