ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় প্রাথমিক শিক্ষার দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় প্রাথমিক শিক্ষার দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

নিজস্ব প্রতিবেদক, খুলনা: অনিয়মের অভিযোগে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে খুলনার দু’ জন শিক্ষা অফিসারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২৩ জানুয়ারি বুধবারের আলাদা দু’টি আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয় শাখা-২ এর উপ-সচিব মো. মাহবুবুর রশীদ স্বাক্ষরিত এক আদেশে উল্লেখ করা হয়, খুলনা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। অভিযোগসমূহ তদন্ত পূর্বক সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত বদলি কার্যক্রম স্থগিত করা হলো। একই সঙ্গে ১ জানুয়ারি থেকে বদলি আদেশ জারি করা বদলিগুলোও বাতিল করা হলো।
 


মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১’র উপ-সচিব মনোয়ারা ইসলাম স্বাক্ষরিত অপর আদেশে উল্লেখ করা হয়, খুলনা সহকারী প্রাথমিক জেলার শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এবং সদর থানা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলামকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, ময়মনসিংহে সংযুক্তি করা হলো।

উল্লেখিত দুই কর্মকর্তা শিক্ষক বদলি সংক্রান্ত অনিয়মের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। তারা বদলি ঠেকাতে তারা দৌড়ঝাঁপ শুরু করেছেন বলেও জানা গেছে।

 

 

রাইজিংবিডি/খুলনা/২৪ জানুয়ারি ২০১৯/মুহাম্মদ নূরুজ্জামান/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়