ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

গেইল খেলতে পারছেন না বলেই ভয় ঢাকার!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গেইল খেলতে পারছেন না বলেই ভয় ঢাকার!

ক্রীড়া প্রতিবেদক : বিপিএলের ষষ্ঠ আসরে ক্রিস গেইলকে এখনো পর্যন্ত সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজের ছায়া হয়েই থেকেছেন রংপুর রাইডার্সের এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৮.৮০ গড়ে মাত্র ১৮৮ রান করেছেন গেইল। যার মধ্যে চল্লিশোর্ধ ইনিংস মাত্র দুটি। সেগুলোও ঠিক যেন ‘গেইলসুলভ’ নয়। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৫৫ রান করেছিলেন ৪০ বলে। গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৬ রান করতে খেলেছেন ৪৪ বল।

সব মিলিয়ে এবারের বিপিএলে অনেকটাই নিষ্প্রভ বাঁহাতি এই ব্যাটসম্যান। আর গেইল খেলতে পারছেন না বলেই বুধবার রংপুরের বিপক্ষে সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে তাকে নিয়ে ভয় ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজনের।

গত বিপিএলেও টুর্নামেন্টের অনেকটা অংশজুড়ে রান পাননি গেইল। তবে শেষ তিন ম্যাচে করেছিলেন দুই সেঞ্চুরি। এর মধ্যে ফাইনালে তার মাত্র ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের দানবীয় ইনিংস ঢাকার শিরোপা-স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল। সেটিও মনে করিয়ে দিলেন খালেদ মাহমুদ।

মিরপুরে মঙ্গলবার সাংবাদিকদের খালেদ মাহমুদ বলেছেন, ‘ক্রিস গেইল খেলতে পারছে না, এটি আসলে ভয়েরই কারণ। এর আগের ফাইনালে ক্রিস গেইলের একশই আমাদের পেছনে ফেলে দিয়েছিল। ক্রিস গেইল হলো ক্রিস গেইল। এটি আসলে তুলনা করার কিছু নেই।’

তবে গেইলকে নিয়ে আলাদা করে চিন্তার কিছু দেখছেন না ঢাকার কোচ, ‘সে কখন মারবে কি মারবে না, সেটি তার ব্যাপার। ক্রিসকে নিয়ে আলাদা করে সেভাবে চিন্তা করার কিছু নেই যে মারছে না বা প্রথম বল থেকে হয়তো মারা শুরু করবে। তো আমার কথা সেটি না। এরপরও আমরা ক্রিসকে নিয়ে পরিকল্পনা করি আর পরিকল্পনা বাস্তবায়ন করাটাই বড় ব্যাপার।’

‘ওদের ম্যাচ উইনার অনেক আছে। রাইলি রুশো আছে, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সুতরাং আমি বলব যে এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো ক্রিকেটার সে এবং গেম চেঞ্জার। মাশরাফির কথা আলাদা করে বলতেই হয়। আর ওদের যারাই আছে তারাই ভালো খেলতে সক্ষম।’

 



রাইজিংবিডি/ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়