ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রূপবতী তেজস্বী

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৮, ৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রূপবতী তেজস্বী

তেজস্বী মদিবড়া

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তেজস্বী মদিবড়া। শোবিজে পা রাখার আগে নাচের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী। টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস তেলেগু ২০১৮’-তে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি। এতে শরীরি সৌন্দর্যের পাশাপাশি নাচের জাদুতে ভক্তদের মন জয় করেন তেজস্বী।

পার্শ্ব চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখলেও তার অভিনীত ‘আইস ক্রিম’, ‘হার্ট অ্যাটাক’, ‘শ্রীমনথুড়ু’সহ বেশ কিছু সিনেমা ব্যবসায়িকভাবে সফল হওয়ার পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায়। ৬ বছরের অভিনয় ক্যারিয়ারে তেজস্বী অভিনীত ২৩টি সিনেমা মুক্তি পেয়েছে। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার। 

 


ভারতের হায়দরাবাদে জন্মগ্রহণ করেন তেজস্বী মদিবড়া। বেড়েও উঠেছেন এই শহরে

 


হায়দরাবাদের সেন্ট ফ্রান্সিস কলেজ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তেজস্বী

 


সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ডাবর গুলাবারি ২০১১’-তে দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন

 


২০১৩ সালে তেলেগু ভাষার ‘সীতামা বাকিটলো শ্রীমালে চিটু’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেত্রীর

 


২০১৪ সালে তেলেগু ভাষার ‘আইস ক্রিম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তেজস্বী





রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়