ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইজতেমার কারণে পেছাল এসএসসির ৩ পরীক্ষা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪১, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইজতেমার কারণে পেছাল এসএসসির ৩ পরীক্ষা

সচিবালয় প্রতিবেদক : আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তারিখের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো। একই সঙ্গে অন্যান্য সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষারও তারিখ পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বলছেন, মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তপন কুমার সরকার বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২ মার্চ।

এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। এখন ২৬ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক ৪ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে।

এ বছর বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।




রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়