ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১৮ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফট, ডিপিএল শুরু ১ মার্চ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৮ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফট, ডিপিএল শুরু ১ মার্চ

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেটের সবথেকে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০১৮-১৯ মৌসুমের খেলা শুরু হবে আগামী ১ মার্চ। এর আগে খেলোয়াড়দের দলবদল, প্লেয়ার্স ড্রাফট হবে ১৮ ফেব্রুয়ারি।

১২ ফেব্রুয়ারি প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। সিসিডিএমের সমন্বয়ক আমিন খান সোমবার মিরপুর শের-ই-বাংলায় বলেছেন,‘সদ্য সমাপ্ত বিপিএল নিয়ে খেলোয়াড়, কোচ, ক্লাব অফিসিয়াল অনেকেই ব্যস্ত ছিলেন। এ কারণে প্লেয়ার্স ড্রাফট পিছিয়ে দেওয়া হয়েছে। দল গঠনের জন্য ক্লাবগুলোকে সময় দেওয়ার প্রয়োজন। ১ তারিখে প্রিমিয়ার লিগ আরম্ভ করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

দলবদলের নিয়মে এবারও আসছে পরিবর্তন। গতবার ১২টি ক্লাব পাঁচজন করে খেলোয়াড় রিটেইন করতে পেরেছিল। এবার সেই সংখ্যা তিনে নামিয়ে এনেছে সিসিডিএম। খেলোয়াড়দের রিটেইশন নিয়ে আমিন খান বলেছেন,‘আমরা ক্লাবগুলোকে এখনও রিটেইনশন জানাইনি। আজ কিংবা আগামীকালের মধ্যে জানিয়ে দিব। এবার সব ক্লাব তিনজন করে ক্রিকেটার রিটেইন করতে পারবে।’

বিশ্বকাপের জন্য জাতীয় দলের খেলোয়াড়রা প্রিমিয়ার লিগ থেকে বিশ্রাম নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আমিন খান। তার ভাষ্য,‘জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকবে। অনেকেই বিশ্রাম চেয়েছে বিসিবি থেকে। এর বাইরে যদি তাদের মধ্যে কেউ খেলে সেটা আমরা আগের থেকেই ক্লাবগুলোকে জানিয়ে দেব।’



জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ না করার সম্ভাবনাই বেশি। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এরই মধ্যে ছুটি চেয়ে রেখেছেন। সাকিবও তাই। নিউজিল্যান্ডে মুশফিক, মাহমুদউল্লাহসহ অনেকেই টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবেন। দেশে ফিরে তারা খেলবেন কিনা তা সময়ই বলে দিবে।

লিগে আইকন ক্যাটাগরি রাখেনি সিসিডিএম। ছয়টি গ্রেডে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক করেছে সিসিডিএম। এ প্লাস ক্যাটাগরিতে সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ লাখ। ডি গ্রেডে সর্বনিম্ন পারিশ্রমিক ৩ লাখ।



রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়