ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আলমগীর খোরশেদের তিন গ্রন্থের মোড়ক উন্মোচন

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলমগীর খোরশেদের তিন গ্রন্থের মোড়ক উন্মোচন

রাইজিংবিডি ডেস্ক : বঙ্গবন্ধু সামাজিক সাংস্কৃতিক জোটের আয়োজনে শাহবাগের পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে কবি ও কথাসাহিত্যিক আলমগীর খোরশেদের প্রকাশিত তিনটি গ্রন্থের পাঠ ও মোড়ক উন্মোচন করা হয়েছে।

বই তিনটি হচ্ছে-‘খোকা থেকে বঙ্গবন্ধু’, ‘মুজিব মানে বাংলাদেশ’ এবং ‘প্রিয় দর্শিনী’।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস এম মজিবুর রহমান। উদ্বোধন  করেন ছড়াকার আসলাম সানী।

বই তিনটি সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক ড. মোহাম্মদ খোরশেদ আলম।

এছাড়া বক্তব্য রাখেন ও কবিতা পাঠ করেন কবি কাজী রোজী, কবি ও কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল, কবি শাফাত শফিক, কবি শাহাদাত জয়, কবি সাজেদা সাজু,  কবি শায়েখ শোয়েব খান, নাহিদ রোকসানা, কবি মেরিনা সাঈদ, কবি ডা. আকন, আবু বকর, শ ম শামসুল আলম, ছড়াকার এম আর মঞ্জু প্রমুখ।

আলমগীর খোরশেদের কবিতা আবৃত্তি করেন সাইমা জামান জুঁই এবং বদরুল আহসান খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কবি পাঞ্জাব বিশ্বাস। সঞ্চালনা করেন আবৃত্তিকার শেখ সাদী মারজান।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়