ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪ মাস আগে পলাশকে ডিভোর্স দিয়েছি : সিমলা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪ মাস আগে পলাশকে ডিভোর্স দিয়েছি : সিমলা

বিনোদন ডেস্ক : চট্টগ্রামে বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদ চিত্রনায়িকা সিমলার সাবেক স্বামী। গতকাল সোমবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি ভিডিওতে পলাশের সঙ্গে বিয়ে ও বিচ্ছেদের বিষয়টি স্বীকার করেন এই নায়িকা।

সিমলা বলেন, ‘২০১৮ সালের ৩  মার্চ আমি আর পলাশ বিয়ে করি। গত বছরের ৬ নভেম্বর পলাশকে ডিভোর্স দিয়েছি। ইতোমধ্যে চার মাস কেটে গেছে। পরস্পরের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল বলেই ডিভোর্স দিয়েছি। তবে মানসিক সমস্যাটাই ডিভোর্সের মূল কারণ ছিল।’ 

পলাশ আহমেদের সঙ্গে পরিচয়ের বিষয়ে সিমলা বলেন, ‘‘আমার অভিনীত ‘নাইওর’ সিনেমার পরিচালক রাশেদ পলাশের জন্মদিন ১২ সেপ্টেম্বর। ২০১৭ সালে এ পরিচালকের জন্মদিনে আমি গিয়েছিলাম। জন্মদিনের অনুষ্ঠানে পলাশ আহমেদের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তাকে আমি একজন প্রযোজক হিসেবেই চিনতাম।’

চট্টগ্রামের বিমান ছিনতাই চেষ্টা ও পলাশের নিহত হওয়ার ঘটনার সবই শুনেছেন সিমলা। ভিডিওতে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘যেহেতু তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমার কী করণীয়?’

তিনি আরো বলেন, ‘অ্যাবনরমালি করুক আর যেভাবেই করুক, পলাশ যা করেছে তা শোভনীয় নয়। এটা আমার দেশের জন্য দুঃখজনক ও লজ্জাজনক। সে ক্ষেত্রে দেশের স্বার্থে যদি কোথাও আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় বা কোনো কিছু ফেইস করতে হয়—আই অ্যাম রেডি, নো প্রবলেম। এখানে আমার ঢাকার কিছু নেই।’

গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটি এক ছিনতাইকারীর কবলে পড়ে। বিকেল সাড়ে ৫টার দিকে এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সন্ধ্যা ৭টার দিকে এক কমান্ডো অভিযানে প্রথমে আহত ও পরে মারা যান বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদ। পলাশের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পিরিজপুরে।




রাইজিংবিডি/ঢাকা/২৬ ফেব্রুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়